আজকাল ওয়েবডেস্ক: চোট পাওয়া ওয়াশিংটন সুন্দরের জায়গায় নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে জাতীয় দলে ডাক পেয়েছেন আয়ূষ বাদোনি। আর তার পরই শুরু হয়েছে বিতর্ক। প্রাক্তনরা এহেন সিদ্ধান্তের বিরুদ্ধে সরব। এবার তিরাশির বিশ্বজয়ী দলের সদস্য কৃষ্ণমাচারি শ্রীকান্ত টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করলেন। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রাক্তন নির্বাচক প্রধান কৃষ্ণমাচারি শ্রীকান্ত মনে করেন, এই সিদ্ধান্ত জঘন্য। 

শ্রীকান্ত অন্য সমীকরণ টেনে আনছেন এর মধ্যে। তাঁর মনে হয়েছে লখনউ সুপার জায়ান্টসের খেলোয়াড় আয়ূষ বাদোনি। এলএসজি-র মেন্টর ছিলেন গম্ভীর। সেই সমীকরণেই বাদোনিকে জাতীয় দলে ডাকা হয়েছে বলে মনে করেন শ্রীকান্ত। 

তিরাশির বিশ্বজয়ী দলের সদস্য শ্রীকান্ত তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, ''অক্ষর, বাদোনি, নীতীশ রেড্ডি ও গায়কোয়াড়ের মধ্যে কোন দু'জন জাতীয় দলে ডাক পেতে পারে? বাদোনি এলএসজি-তে খেলেছে এবং গম্ভীর মেন্টর ছিল। এছাড়া অন্য কোনও কারণ আছে বলে তো মনেই হয় না। এছাড়া আর কোন কারণ থাকতে পারে? আর কেনই বা দলে নেওয়া হবে? নির্বাচনের সময়ে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে।'' 

জাতীয় দলের দরজা খোলার কথা কেউ কেউ বলেন। শ্রীকান্তের প্রশ্ন সেখানেই। তিনি বলেছেন, ''এটা কী ধরনের দরজা? দুটো বা তিনটে ট্রাক আনো, ওই দরজার মধ্যে দিয়ে যেতে গিয়ে দরজা ভেঙে যাবে।'' 

জাতীয় দলের নির্বাচনের সময়ে আইপিএলের পারফরম্যান্সকে যেন অগ্রাধিকার দেওয়া না হয়। সেই  কথাই বলছেন শ্রীকান্ত। তিনি বলছেন, ''আয়ূষ বাদোনির এহেন পারফরম্যান্সে দলে জায়গা পাওয়াই কঠিন। কোনও সুযোগই নেই। আইপিএলে ওর ট্র্যাক রেকর্ড কী? আইপিএল ও ওয়ানডে ক্রিকেট একেবারেই আলাদা। এমন কিছু বাদোনি করেনি যার জন্য ওকে জাতীয় দলে নিতে হবে।'' 

শ্রীকান্তের সংযোজন, ''এটা কী ধরনের আবর্জনা? ওকে কীভাবে বোলিং অলরাউন্ডার হিসেবে ভাবা হল? যদি একজন অলরাউন্ডারই নেওয়া হয় তাহলে অক্ষর প্যাটেল নয় কেন? সব ধরনের ফরম্যাটে অক্ষর প্যাটেল একজন প্রকৃত অলরাউন্ডার।'' 

প্রথম শ্রেণির ক্রিকেটে বাদোনির গড় ৫৮। লিস্ট এ-তে বাদোনির গড় কিন্তু পড়তির দিকে। ৩৬.৪৭। জাতীয় দলের হয়ে বেসরকারি ওয়ানডে ম্যাচে হাফ সেঞ্চুরি অবশ্য রয়েছে বাদোনির।