আজকাল ওয়েবডেস্ক: প্রথম বলেই স্কট বোল্যান্ডকে ছক্কা হাঁকিয়ে শুরু করেন ঋষভ পন্থ। তার পরে খেলা যত গড়াতে থাকে ততই আক্রমণাত্মক হয়ে ওঠেন পন্থ। ঝুঁকিপূর্ণ শট খেলেন। অস্ট্রেলিয়াকে ম্যাচ থেকে ছিটকে দেওয়াই ছিল উদ্দেশ্য। পন্থের ৩৩ বলে ৬১ রানের ইনিংস শেষ হয়ে যায় এদিনই। কিন্তু আউট হওয়ার আগে অজি বোলারদের রীতিমতো শাসন করে গিয়েছেন তারকা কিপার।
পন্থের আগ্রাসী ক্রিকেট দেখে সন্তুষ্ট দেশের ক্রিকেটপ্রেমীরা। দেশের প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত সোশ্যাল রসিকতা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, ''দুর্দান্ত ইনিংস পন্থের। অজিদের প্যান্ট খুলে নিয়েছে পন্থ।''
২৯ বলে শতরান পূর্ণ করেন পন্থ। ছক্কা মেরে। এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০২২ সালে ২৮ বলে অর্ধশতরান করেছিলেন পন্থ। একটুর জন্য নিজের রেকর্ডই ভাঙতে পারলেন না পন্থ। তবে গড়েছেন অন্য একটি নজির। ভেঙে দিয়েছেন ১২৯ বছরের রেকর্ড।
সিরিজে প্রথম অর্ধশতরান করলেন পন্থ। সঙ্গে সঙ্গে সফরকারী দলের ব্যাটসম্যান হিসেবে গড়ে ফেললেন এক নজির। এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে সফরকারী দলের ব্যাটার হিসেবে দ্রুততম অর্ধশতরানের নজির ছিল ইংল্যান্ডের জ্যাক ব্রাউনের। তিনি ৩৩ বলে অর্ধশতরান করেছিলেন মেলবোর্নে সেই ১৮৯৫ সালে। আর ১৯৭৫ সালে পারথে ৩৩ বলে অর্ধশতরান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের রয় ফ্রেডরিকস।
পন্থ ফিরে যাওয়ার পরে ভারত কিন্তু ফের চাপে। দিনের শেষে টিম ইন্ডিয়ার রান ৬ উইকেটে ১৪১। তৃতীয় দিনের সকাল কী খেল দেখায় সেটাই দেখার।
