আজকাল ওয়েবডেস্ক: বেঙ্কটেশ আইয়ারে মোহভঙ্গ কেকেআরের। হায়দরাবাদের বিরুদ্ধে শেষ ম্যাচেও খেলানো হয়নি ২৩ কোটি ৭৫ লক্ষর ক্রিকেটারকে। ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে রঘুবংশীকে খেলানো হলেও ব্রাত্যই থেকে গেছেন আইয়ার। কিন্তু কেন?
এটা ঘটনা নিলামে কোটি কোটি টাকা দিয়ে কিনলেও এবার ডাহা ফেল আইয়ার। মাত্র একটি অর্ধশতরানের ইনিংস খেলেছেন। একাধিক ম্যাচে দল তাঁকে খেলায়নি। নিজের ইউটিউব চ্যানেলে প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া বলেছেন, ‘বেঙ্কটেশকে তো খেলাতেই দেখলাম না। ভেবেছিলাম ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে খেলাবে। কিন্তু মণীশ পাণ্ডে, রমনদীপ সিং, রঘুবংশী, রিঙ্কু সিংকে খেলালেও বেঙ্কটেশকে খেলানোই হল না।’
চোপড়ার কথায়, ‘যা মনে হচ্ছে বেঙ্কটেশকে কলকাতা ছেড়ে দেবে। ২৩ কোটির ক্রিকেটারকে ছেড়ে মনে হয় আরও অল্প দামে তাঁকেই কেনা হবে। এটাই সবচেয়ে বড় সম্ভাবনা বলে মনে হচ্ছে।’
এটা ঘটনা গতবারের চ্যাম্পিয়ন কলকাতা এবার মোটেও আশানুরূপ খেলতে পারেনি। ১৪ ম্যাচে মাত্র ১২ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে তারা। যদিও বৃষ্টির জন্য দুটি ম্যাচ ভেস্তে গিয়েছিল। একটি ইডেনে। আর একটি চিন্নাস্বামীতে। তবুও ব্যর্থতার দায় নিতেই হবে কেকেআর টিম ম্যানেজমেন্টকে।
সবচেয়ে বড় ভুল হয়েছে ফিল সল্ট ও মিচেল স্টার্ককে ছাড়া। এই দুই ক্রিকেটারের অভাব কলকাতা এবার বোধ করেছে।
