আজকাল ওয়েবডেস্ক: ২০২৬ সালের মিনি নিলামের আগে ভেঙ্কটেশ আইয়ারকেও ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স। নাইটদের সঙ্গে চার বছরের সম্পর্কচ্ছেদ হল অবশেষে।  ২০২১ সালে তাঁর বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা।  ২০২৫ সালে তাঁর  মূল্য বে়ড়ে হয়েছে ২৩.৭৫ কোটি টাকা। গত বার ১১টি ম্যাচ থেকে ১৪২ রান করেন আইয়ার। তাঁকে ছেড়ে দেওয়ার জন্য আগেই তদ্বির করেছিলেন অ্যারন ফিঞ্চ। তাঁর  মতে, আইপিএলের  নিলামের আগেই ভেঙ্কটেশ আইয়ারকে রিলিজ করে দেওয়া উচিত। 
সহ অধিনায়ক করা হয়েছিল তাঁকে। একসময়ে ম্যাচ উইনার নিজের ফর্ম হাতড়ে বেরিয়েছেন এবারের আইপিএলে। সেই কারণেই ফিঞ্চ মনে করেন ভেঙ্কটেশ আইয়ারকে এবার ছেড়ে দেওয়া হোক। ফিঞ্চ বলেছেন, ''ভেঙ্কটেশ আইয়ারের মতো খেলোয়াড়কে ২৩.৭৫ কোটি টাকা দেওয়া একপ্রকার বাড়াবাড়ি। ধারাবাহিক পারফরম্যান্স তুলে ধরে ওই টাকার প্রতি সুবিচার করতে পারেনি।'' 
ফিঞ্চ আরও বলেন, ''ভেঙ্কটেশ আইয়ারকে 
ব্যাটিং অর্ডারে স্থানান্তরিত করা হয়েছে। ওর পজিশনের  বাইরে ব্যবহার করা হয়েছে, এবং ভূমিকা সম্পর্কে স্পষ্ট কিছু জানানোও হয়নি।  ভেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দেওয়া উচিত কেকেআরের।  এমন দামে আইয়ারকে কেনা উচিত যাতে তা উভয় পক্ষের জন্যই ভাল হয়।'' 
ফিঞ্চের মতে, এই সিদ্ধান্ত কেবল ফ্র্যাঞ্চাইজিকে সাহায্য করবে তা নয়, ভেঙ্কটেশ আইয়ারেরও আত্মবিশ্বাস বাড়াবে। ফিঞ্চ বলেন, ''ভেঙ্কটেশ একজন প্রমাণিত ম্যাচ উইনার। কিন্তু যদি তার রিটার্ন বিনিয়োগের সঙ্গে না মেলে, তা হলে বুদ্ধিমানের কাজ হল পুনরায় চুক্তি করা।'' 

আসন্ন নিলামের আগে কলকাতার জন্য ফিঞ্চের পরামর্শ, ''আইয়ারকে  তাকে ছেড়ে দিন, পার্সে আরও নমনীয়তা তৈরি করুন, এবং আরও যুক্তিসঙ্গত মূল্যে ওকে ফিরিয়ে আনার চেষ্টা করুন।'' 
আবু ধাবিতে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে মিনি নিলাম হবে। বোর্ড সূত্রে জানা গিয়েছে, ডিসেম্বরের ১৫-১৬ তারিখ নাগাদ ইভেন্ট হবে। এবার নিয়ে তৃতীয় বছরও দেশের বাইরে হবে নিলাম। শেষ দুটো আইপিএলের নিলাম অনুষ্ঠিত হয়েছিল জেদ্দা ও দুবাইয়ে। এবার মিনি নিলাম হবে আবু ধাবিতে।