আজকাল ওয়েবডেস্ক:‌ ২০২৫ নিলামে বড় আশা করে বেঙ্কটেশ আইয়ারকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। খরচ হয়েছিল ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা। কিন্তু ২০২৬ মিনি নিলামের আগে তাঁকে ছেড়ে দিয়েছে কলকাতা। তবে বেঙ্কটেশকে আবার নিলামে নিতেই পারে কেকেআর। 


এমনই ইঙ্গিত দিলেন কেকেআরের হেড কোচ অভিষেক নায়ার। এবারও মিনি নিলামে রয়েছেন বেঙ্কটেশ। তাঁর বেস প্রাইজ ২ কোটি টাকা। শোনা যাচ্ছে, বেশ কিছু ফ্রাঞ্চাইজির নজর রয়েছে এই বাঁহাতি ব্যাটারের দিকে। 


এক অনুষ্ঠানে কেকেআরে প্রথম বেঙ্কটেশের ট্রায়াল নিয়ে কথা বলেছেন নায়ার। তাঁর কথায়, ‘‌বেঙ্কটেশ এল। ব্যাটিং করল। সবাইকে খুশি করার চেষ্টা করল ব্যাটিং দিয়ে। কিন্তু কারও দিকে ফিরেও তাকাল না। ‌কথাও বলল না। বুঝে গিয়েছিলাম ওঁর মধ্যে অ্যাটিটিউড রয়েছে। মানসিকতা বাকিদের থেকে আলাদা।’‌


ট্রায়ালের আরও একটি ঘটনার কথাও উল্লেখ করেছেন নায়ার। বলেছেন, ‘‌একটা ম্যাচে খেলানো হয়েছিল। শেষ ওভারটা বেঙ্কটেশ করেছিল। কারণ যে বোলারের করার কথা ছিল তাঁর পেশিতে টান ধরে। বেঙ্কটেশ বল করলেও ১৮ রান দিয়েছিল। কিন্তু সেটা বড় কথা নয়। বেঙ্কটেশ যে সাহস দেখিয়েছিল সেটার কথাই বলতে চাইছি।’‌


বেঙ্কটেশের আত্মবিশ্বাসের কথা বারবার বলেছেন নায়ার। জানিয়েছেন, ‘‌ট্রায়ালে নিজেকে প্রমাণ করা ইচ্ছা ওঁর মধ্যে দেখেছিলাম। এই আত্মবিশ্বাসটাই চাই।’‌


প্রসঙ্গত, ২০২১ সাল থেকে আইপিএল খেলছেন বেঙ্কটেশ। ২০২৪ সালে কেকেআর তৃতীয়বার আইপিএল ট্রফি জিতেছিল। সেবার করেছিলেন ৩৭০ রান। কিন্তু ২০২৫ আইপিএলে রানই করতে পারেননি। শেষের দিকে তো তাঁকে খেলাতেই চায়নি দল। এবার মিনি নিলামের আগে ছেড়ে দেওয়া হয়েছে। তবে অভিষেকের কথায় ইঙ্গিত, বেঙ্কটেশকে আবার দলে নিতে পারে কেকেআর। 

টি–টোয়েন্টি সিরিজে এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। কটকে দক্ষিণ আফ্রিকাকে ১০১ রানে উড়িয়ে দিয়েছেন সূর্যকুমার যাদবরা। দ্বিতীয় ম্যাচ বৃহস্পতিবার নিউ চণ্ডীগড়ের মুল্লানপুরে। 


দলে বদলের সম্ভাবনা রয়েছে?‌ গিল ফিরলেও প্রথম ম্যাচে রান পাননি। তবে দ্বিতীয় ম্যাচেও সম্ভবত থাকবেন গিল। তবে গম্ভীরকে অবশ্য বিশ্বাস নেই। তিনি উইকেট ও পরিস্থিতি বুঝে দল নির্বাচন করেন। এটা ঘটনা, প্রথম ম্যাচে জয়ের পর টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাস তুঙ্গে। 


এশিয়া কাপ থেকে গিলকে টি–২০ দলের সহ অধিনায়ক করা হয়েছে। অর্থাৎ সূর্যকে চাপে রাখা। যদিও টি–টোয়েন্টি বিশ্বকাপ অবধি অধিনায়ক বদলের সম্ভাবনা নেই।


এদিকে, মোহালির পাশাপাশি মুল্লানপুরে নতুন স্টেডিয়াম তৈরি হয়েছে। ২০২৫ আইপিএলের বেশ কয়েকটি ম্যাচ হয়েছে সেখানে। মহিলাদেরও কয়েকটি ম্যাচ হয়েছে। সেই মাঠেই ছেলেদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ।