আজকাল ওয়েবডেস্ক: নেটে ঘাম ঝরালেন কেএল রাহুল। পারথ টেস্টের আগে কঠিন পরিশ্রম করতে দেখা গেল তাঁকে। ভারত এ ও অস্ট্রেলিয়া এ দলের বেসরকারি টেস্টে খেলেছেন রাহুল। ৪ এবং ১০ রানের বেশি করতে পারেননি দুই ইনিংসে।

তাঁর ব্যাট বোবা থেকে গেলেও টিম ইন্ডিয়ার হেডস্যর গৌতম গম্ভীরকে পাশে পাচ্ছেন রাহুল। যে কোনও পজিশনে ব্যাট করতে পারেন বলে গম্ভীর তাঁর প্রশংসা করেছেন। এহেন রাহুলকেই দেখা গিয়েছে নেটে শুভমান গিল এবং যশস্বী জয়সওয়ালের সঙ্গে অনুশীলন করতে। 

অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে স্কট বোল্যান্ডের বলে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হন রাহুল। দ্বিতীয় ইনিংসে অদ্ভুত ভাবে আউট হন তিনি। ছন্দে না থাকলেও গম্ভীর মনে করেন রোহিত শর্মাকে না পেলে ওপেনার হিসেবে রাহুল তাঁর শূন্যস্থান পূরণ করতে পারবেন। 

 

?ref_src=twsrc%5Etfw">November 12, 2024

২০১৪-১৫ মরশুমে রাহুল ওপেন করেছিলেন। দ্বিতীয় ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। তার পর থেকে রাহুলের ব্যাট চলেনি অস্ট্রেলিয়ায়। অজি বোলারদের বিরুদ্ধে রাহুলকে ওপেন করতে পাঠানো বিরাট জুয়া হয়ে যাবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।  কিন্তু রাহুল ছন্দে ফেরার জন্য মরিয়া। এই খারাপ সময়ে রাহুল পাশে পাচ্ছেন কোচকে। 

দেশের ক্রিকেটেও লোকেশ রাহুলকে নিয়েই যত চর্চা। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাহুল জানিয়েছেন, তিনি স্বাধীন ভাবে খেলতে চান। সেই কারণেই লখনউ সুপার জায়ান্টস ছেড়েছেন। জাতীয় দলের হয়েও দমবন্ধ করা পরিস্থিতি এখন। রান পাচ্ছেন না। চারদিক থেকে উড়ে আসছে কটাক্ষ। অস্ট্রেলিয়ায়  লোকেশ রাহুল কী করেন, তা দেখা যাবে বাইশ গজে।