আজকাল ওয়েবডেস্ক: একদিনের ক্রিকেটে ফিনিশারের স্পট নিজের দখলে করে নিয়েছেন কেএল রাহুল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন ভূমিকায় নজর কাড়েন ভারতের উইকেটকিপার ব্যাটার। সাধারণত ওপেনিং ব্যাটার হলেও, নতুন ভূমিকায় দ্রুত মানিয়ে নিয়েছেন। ঋষভ পন্থের সঙ্গে লড়াই করে দলে নিজের জায়গা করে নিয়েছেন। তবে কেন টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ তিনি ছিলেন, সেটা প্রমাণ করেছেন রাহুল। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর রাহুলের ইন্টারভিউ নেন যশপ্রীত বুমরার স্ত্রী সঞ্জনা। জিজ্ঞেস করেন, চার ভারতীয় স্পিনারের বিরুদ্ধে উইকেটকিপিং করা কতটা মজার ছিল? তারই উত্তরে বুমরার স্ত্রীকে সরাসরি স্ট্যাম্প করেন ভারতীয় উইকেটকিপার ব্যাটার।
সঞ্জনার সঙ্গে কথা বলার সময় মেনে নেন চার স্পিনারের বলে উইকেটকিপিং করা কতটা কঠিন ছিল। বিশেষ করে একজন পার্ট টাইম উইকেটকিপারের পক্ষে। রাহুল বলেন, 'একটুও মজার ছিল না সঞ্জনা। স্পিনাররা বল করার সময় আমাকে ২০০-২৫০ বার স্কোয়াট করতে হয়েছে।' তবে পাশাপাশি জানিয়ে দেন, চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার থেকে ভাল অনুভূতি কিছু হতে পারে না। রাহুল বলেন, 'এর থেকে ভাল অনুভূতি হতে পারে না। কয়েক মাস আগে আমি বলেছি, আমার একমাত্র ফোকাস ট্রফি জেতা। ভগবান আমাকে এমন জায়গায় খেলার সুযোগ দিয়েছে যেখানে আমি দলকে ম্যাচ জেতাতে পারব। আমি এর আগে এটা করার খুব বেশি সুযোগ পাইনি। তবে এটাই স্পোর্টসের সৌন্দর্য। সুযোগ আসতেই থাকে। নম্র থেকে পরিশ্রম করলে, ব্যাট কথা বললে ভগবান আশীর্বাদ করবেই। আমরা সারা বছর কঠোর পরিশ্রম করি। এই ধরনের মুহূর্ত স্পেশাল।' পেসারদের বিরুদ্ধে যথেষ্ট ভাল কিপিং করেন রাহুল। স্পিনারদের বিরুদ্ধে মাঝেমধ্যে একটু নড়বড়ে দেখালেও সামলে দেন। ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পেছনে বড় অবদান রয়েছে রাহুলের।
