আজকাল ওয়েবডেস্ক: লোকেশ রাহুল রাজি নন। তাই দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের দৌড়ে এগিয়ে অক্ষর প্যাটেল। এখনও অধিনায়কের নাম ঘোষণা করেনি দিল্লি। তবে পাল্লা ভারি অক্ষরেরই। যদিও তিনি কোনওদিন আইপিএলে পূর্ণ সময়ের জন্য অধিনায়কত্ব করেননি।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাটে, বলে দুরন্ত পারফর্ম করেছেন অক্ষর। তাঁকে ১৬.৫০ কোটি টাকায় রিটেন করেছিল দিল্লি। আর নিলামে ১৪ কোটি টাকায় কেনা হয়েছিল লোকেশ রাহুলকে। অতীতে রাহুল পাঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ছিলেন। তাই তিনিই ছিলেন এবার অধিনায়কের দৌড়ে এগিয়ে। কিন্তু সূত্রের খবর, রাহুল অধিনায়ক হতে রাজি নন। তাই এগিয়ে এখন অক্ষর। যিনি সৈয়দ মুস্তাক আলি টি২০ টুর্নামেন্টে গুজরাটকে নেতৃত্ব দিয়েছেন।
ওই সূত্রে দাবি করা হয়েছে, ‘রাহুল ক্রিকেটার হিসেবে পারফর্ম করতে আগ্রহী। তাই দ্রুতই অক্ষরের নাম নেতা হিসেবে ঘোষণা করা হবে।’
ঋষভ নির্বাসিত থাকায় ২০২৪ আইপিএলে একটি ম্যাচে অক্ষর দিল্লিকে নেতৃত্ব দিয়েছিলেন। এবার তাঁকে পূর্ণ সময়ের নেতৃত্বে দায়িত্ব দেওয়া হবে। ২০১৯ সাল থেকে এই ফ্রাঞ্চাইজিতে খেলছেন অক্ষর।
১৫০ আইপিএল ম্যাচে অক্ষর করেছেন ১৬৫৩ রান। ১২৩ উইকেট নিয়েছেন।
