আজকাল ওয়েবডেস্ক: লোকেশ রাহুলের পাশে টিম ম্যানেজমেন্ট। ঋষভ পন্থকে অপেক্ষা করতে হবে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে উইকেটের পিছনে দাঁড়াতে দেখা যাবে লোকেশ রাহুলকে। পন্থকে বসতে হবে ডাগ আউটে।
আহমেদাবাদে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার পরে গৌতম গম্ভীর পরিষ্কার করে দিলেন দেশের এক নম্বর কিপার এখন লোকেশ রাহুল। পন্থ নন।
ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে উইকেটের পিছনে কিপিং করতে দেখা গিয়েছে লোকেশ রাহুলকে। গৌতম গম্ভীর এদিন ম্যাচের শেষে বলেন, ''কেএল আমাদের একনম্বর উইকেট কিপার। এই মুহূর্তে এটাই কেবল বলতে পারি। ঋষভ পন্থের সামনে সুযোগ আসবে। আমরা দু'জন উইকেট কিপার-ব্যাটারকে একসঙ্গে খেলাতে পারব না।''
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাহুল ও পন্থকে রাখা হয়েছিল। কিন্তু এই সিরিজে রাহুলকেই দেখা গিয়েছে। এদিন দরকারের সময়েও রাহুলের ব্যাট থেকে এসেছে গুরুত্বপূর্ণ ৪০ রান। সব দিক থেকেই রাহুল কিন্তু টিম ম্যানেজমেন্টের বিশ্বাস অর্জন করে ফেলেছেন। ফলে এদিনের পরে এটা পরিষ্কার লোকেশ রাহুল চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিপিং করবেন। আর পন্থের জায়গা হবে ড্রেসিং রুমে।
