আজকাল ওয়েবডেস্ক: গত মরসুমে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে ছিলেন। তারই ফলস্বরূপ সুযোগ পেয়েছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে। কিন্তু চূড়ান্ত ফ্লপ করুণ নায়ার। তাঁকে কি আর টেস্ট দলে দেখা যাবে? টিম ইন্ডিয়া ফের টেস্ট খেলবে সেই অক্টোবরের শুরুতে। ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে রয়েছে দুই টেস্টের সিরিজ।
প্রসঙ্গত, গত মরসুমে বিদর্ভের হয়ে রঞ্জি ট্রফি খেলেছিলেন নায়ার। ১৬ ইনিংসে করেছিলেন ৮৬৩ রান। গড় ছিল ৫৩.৯৩। তার সুবাদেই আট বছর পর টেস্ট দলে প্রত্যাবর্তন হয় করুণ নায়ারের। এছাড়াও গত মরসুমে বিজয় হাজারে ট্রফিতে আট ইনিংসে ৭৭৯ রান করেছিলেন তিনি। ২০২৫ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়েও বেশ কয়েকটি স্মরণীয় ইনিংস খেলেছিলেন। কিন্তু ইংল্যান্ডে একেবারে ডাহা ফেল।
ইংল্যান্ডের মাটিতে চারটি টেস্ট খেলার সুযোগ পেয়েছিলেন করুণ। কিন্তু আট ইনিংসে রান মাত্র ২০৫। গড় মোটে ২৫.৬২।
এদিকে, টেস্ট দলে সুযোগ পেতেই বিদর্ভ ছেড়ে ফের নিজের রাজ্য কর্নাটকের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন করুণ। দু’মরসুম এই রাজ্য দলের হয়ে খেলেছেন নায়ার। এবার থেকে খেলবেন ফের নিজের রাজ্যের হয়ে। আর তাই বিদর্ভও নায়ারের বদলি ঠিক করে ফেলেছে। এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, নায়ারের জায়গায় আসন্ন দলীপ ট্রফিতে মধ্যাঞ্চলের হয়ে খেলবেন রবিকুমার সামর্থ।
৩২ বছরের ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে কর্নাটকের প্রতিনিধিত্ব করতেন। কিন্তু গত মরসুমে তিনি উত্তরাখণ্ড দলে যোগ দেন। এখন শোনা যাচ্ছে, আসন্ন মরসুমে তিনি বিদর্ভের হয়ে খেলবেন। সামর্থ নিজেই বলেছেন, ‘উত্তরাখণ্ড থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) পেয়ে গিয়েছি। এবার বিদর্ভের সঙ্গে চুক্তির পালা।’
এখনও অবধি ৯৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন রবিকুমার সামর্থ। করেছেন ৬১৫৭ রান।
আরও পড়ুন: ২ ঘণ্টা ৩১ মিনিটের লড়াই, প্রথম সেট হেরেও ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে জোকার
বিদর্ভ তো নায়ারের পরিবর্ত পেয়ে যাচ্ছে। কিন্তু টিম ইন্ডিয়ার টেস্ট দলে নায়ার আর কত দিন? ইংল্যান্ডে যা পারফরম্যান্স তাতে আর তিনি টেস্ট দলে সুযোগ পাবেন কিনা সন্দেহ। ব্যাটিং কিংবা ফিল্ডিং–কোনওটাতেই তিনি নজর কাড়তে পারেননি।
এদিকে, দলীপ ট্রফিতে খেলছেন না শুভমান গিল। তিনি অসুস্থ। এশিয়া কাপের আগে তাই আর ঝুঁকি নিতে চায় না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চিকিৎসকরা। তাঁর অনুপস্থিতিতে উত্তরাঞ্চলকে নেতৃত্ব দিতে পারেন অঙ্কিত কুমার।
এটা ঘটনা, এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে দলীপ ট্রফি খেলার কথা ছিল শুভমানের। তাঁকে অধিনায়ক করে দল ঘোষণা করেছিলেন উত্তরাঞ্চলের নির্বাচকরা। কিন্তু অসুস্থতার কারণে খেলতে পারবেন না তিনি। এই পরিস্থিতিতে দল এবং অধিনায়ক পরিবর্তন করতে হচ্ছে উত্তরাঞ্চলকে। নতুন অধিনায়কের নাম এখনও ঘোষণা করেননি উত্তরাঞ্চলের নির্বাচকরা। কয়েক জনের নাম নিয়ে আলোচনা হচ্ছে। দৌড়ে অবশ্য এগিয়ে রয়েছেন হরিয়ানার টপ অর্ডার ব্যাটার অঙ্কিত। দল ঘোষণার সময় অঙ্কিতকে সহ–অধিনায়ক করা হয়েছিল। ২৭ বছরের ব্যাটারের ৩৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।
