আজকাল ওয়েবডেস্ক:‌ একেবারেই রানে নেই অধিনায়ক রোহিত শর্মা। শেষ দশ ইনিংসে রোহিতের রান ২, ৩, ৯, ১০, ৩, ৬, ১৮, ১১, ০, ৮। শতরান তো বাদ দিন। রোহিত শেষ অর্ধশতরান করেছিলেন গতবছরের অক্টোবরে। এই পরিস্থিতিতে মাঠ ও মাঠের বাইরে সমালোচনায় জর্জরিত রোহিত।


ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ চলছে। প্রথম ম্যাচে রান পাননি। হাতে আছে আর দুটি ম্যাচ। তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি। বলা হচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফি রোহিত শর্মার কাছে অ্যাসিড টেস্ট হতে চলেছে। প্রথম ম্যাচে করেছিলেন মাত্র ২ রান। এই পরিস্থিতিতে ১৯৮৩–র বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব বলেছেন, ‘‌রোহিত বড় প্লেয়ার। দ্রুতই রানে ফিরবে বলে বিশ্বাস রাখি। রোহিতের একটু সময় লাগছে। গোটা দেশ তাকিয়ে রয়েছে। ভারতীয় দলকে একটু বিভ্রান্ত লাগছে। আসলে অধিনায়ক রানের মধ্যে না থাকলে দল চাপে থাকবেই।’‌ এরপরই কপিলের সংযোজন, ‘‌টেস্টে দল ভাল খেলতে পারেনি। টি২০ বা একদিনের ক্রিকেটে অবশ্য জিতছে। টি২০ বিশ্বকাপ জয়ের পর রোহিতদের নামে জয়ধ্বনি হচ্ছিল। আর এখন সমালোচনা। সেকারণেই অতিরিক্ত প্রশংসা উচিত নয়। ক্রিকেটাররাই পরিস্থিতিটা বুঝে নেবে।’‌


বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন কিনা এখনও নিশ্চিত নয়। সিডনি টেস্টে চোট পেয়েছিলেন বুমরা। কপিল বলেছেন, ‘‌গত দু’‌বছরে বুমরার মতো আধিপত্য আর কোনও পেসার দেখাতে পারেনি। আর তাই বুমরার মতো ক্রিকেটার আনফিট থাকলে দলের উপর প্রভাব পড়ে। আশা করি বুমরা দ্রুত সুস্থ হয়ে ফিরবে।’‌