আজকাল ওয়েবডেস্ক: ম্যানচেস্টার টেস্টে অংশুল কম্বোজ কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। তাঁর গতি নিয়ে উঠেছে প্রশ্ন। অর্শদীপ সিং ও আকাশদীপ চোটের জন্য ছিটকে যাওয়ায় কভার হিসেবে অংশুল কম্বোজকে নেওয়া হয়েছিল। ইংল্যান্ডে ইন্ডিয়া এ-র সফরে কম্বোজের পারফরণ্যান্স ভাল ছিল। সেই কারণে তাঁকে দলে নেওয়া হয়েছিল। কিন্তু তরুণ পেসার নজর কাড়তে পারেননি। তিনি ব্যর্থই বলা যায়। ১৮ ওভার হাত ঘুরিয়ে কম্বোজ ৮৯ রান খরচ করেন। নেন মাত্র একটি উইকেট। 

তাঁকে নিয়ে চলছে সমালোচনা। এই পরিস্থিতিতে অংশুল কম্বোজের পাশে এসে দাঁড়ান তিরাশির বিশ্বজয়ী দলের ক্যাপ্টেন কপিল দেব নিখাঞ্জ। 

তিনি বলছেন, ''যার অভিষেক হচ্ছে, সে কি প্রথম ম্যাচেই দশ উইকেট নেবে? তোমরা কি আশা করেছিলে? প্রথম ম্যাচেই দশ উইকেট নেবে? ওর দক্ষতা মূল্যায়ন করা উচিত। ও যদি ভাল হয়, তাহলে ঘুরে দাঁড়াবে। ফিরে আসবে। প্রথম ম্যাচ খেলতে নামার আগে সবার মনেই ভয় কাজ করে। তবে আমার মনে হয় ফিরে আসার ক্ষমতা  ওর আছে। এটাই গুরুত্বপূর্ণ।'' 

এদিকে ম্যানচেস্টার টেস্ট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বেন স্টোকসকে সমালোচিত হতে হচ্ছে। 

আরও পড়ুন: হারা ম্যাচ ড্র, ম্যাঞ্চেস্টারে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পর বড় দাবি গিলের

কে বলে, ড্র হতে চলা টেস্ট ম্যাচে নাটক হয় না, কে বলে টেস্ট ম্যাচের উত্তেজনা কমে গিয়েছে। ম্যাঞ্চেস্টারে ভারত ইংল্যান্ড টেস্ট ম্যাচের পঞ্চম দিনের তৃতীয় সেশনে দফায় দফায় চলল নাটক। ম্যাচে প্রথম চারদিনে কী হল না হল সেই সবকিছুকে ছাপিয়ে গেল পঞ্চম দিনের তৃতীয় সেশনের কয়েক মিনিটের ঘটনা। এদিন দ্বিতীয় সেশন থেকে অনবদ্য লড়াই লড়লেন রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর। ইংল্যান্ডের একের পর এক স্পিন বোলিং, জোফ্রা আর্চার এবং বেন স্টোকসের বাউন্সার সব সামলে দলকে নিয়ে গেলেন নিরাপদ জায়গায়। তারপর একপ্রকার ছেলেখেলা করলেন ইংল্যান্ড বোলারদের নিয়ে। অবশেষে ড্র হল টেস্ট ম্যাচ। তৃতীয় সেশনে তখন জাদেজা এবং ওয়াশিংটন ব্যাট করছেন আশির ঘরে। সেই পরিস্থিতিতে হঠাৎ এগিয়ে এলেন বেন স্টোকস।

আম্পায়ারের কাছে নিয়ে হাত বাড়িয়ে দিলেন, বুঝিয়ে দিতে চাইলেন, তারা আর খেলতে চান না, ম্যাচ ড্র ঘোষণা করা হোক। কিন্তু নাটকের তখনও বাকি ছিল। হ্যান্ডশেক করতে রাজি হলেন ক্রিজে থাকা দুই ভারতীয় ব্যাটার। ক্রিকেটের নিয়ম বলছে, দুই দলের খেলোয়াড় সম্মতি দিলে তখনও ম্যাচ ড্র ঘোষণা করা হবে। কিন্তু দুই ভারতীয় ব্যাটার তখন শতরানের দোরগোড়ায় দাঁড়িয়ে। তাদের সিদ্ধান্তে খুশি হননি একজন ইংলিশ ক্রিকেটারও। বেন স্টোকস এসে জাদেজাকে বলে গেলেন, আমি এবার হ্যারি ব্রুককে দিয়ে বল করাব। তুমি কি ওর বলেই শতরান করতে চাও?’ ক্রলি এসে সোজা প্রশ্ন করে বসলেন, ‘হ্যান্ডশেক করলে না কেন?’ কিন্তু দুই ব্যাটার নিজেদের সিদ্ধান্তে অনড়।  ইংল্যান্ড অধিনায়ক এবার ফিল্ডিং সব সামনে রেখে বোলিংয়ে নিয়ে এলেন একদিকে ব্রুক অবং অন্যদিকে রুটকে। ধেয়ে এল একের পর এক লুজ বল, একের পর এক ফুলটস।

জাদেজা ও ওয়াশিংটন সুন্দর সেঞ্চুরি করেন। ওভাল টেস্টে কিন্তু ভারতকে ঘুরে দাঁড়াতে হবে। সবাই তাকিয়ে পঞ্চম টেস্টের দিকে। 

আরও পড়ুন: সেঞ্চুরি করেও জায়গা পাকা নয় ওয়াশিংটনের, 'ওর পারফরম্যান্স ভুলে যায় সবাই', নির্বাচকদের কটাক্ষ করলেন সুন্দরের বাবা