আজকাল ওয়েবডেস্ক: ২০২১ সালে ঋষভ পন্থের গাব্বা রূপকথার কথা সবারই জানা। কিন্তু অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার জাস্টিন ল্যাঙ্গার কিন্তু পন্থের ওই ইনিংসকে গুরুত্বই দিতে চাইছেন না। গাব্বায় পন্থ বিস্ফোরণে টেস্ট জিতেছিল ভারত। অপরাজিত ৮৯ রানের ইনিংস খেলেছিলেন ভারতের উইকেট কিপার। 

৩২৪ রান তাড়া করতে নেমে শুরু করেন রোহিত শর্মা ও শুভমান গিল। গিল ৯১ রানের ইনিংস খেলেন। তিনি ফিরে যাওয়ার পরে কোনও একজনকে দরকার ছিল যিনি প্রতিপক্ষের সাজঘরে আক্রমণ নিয়ে যাবেন। পন্থ নিজে ওই ভূমিকায় অবতীর্ণ হন। অজিদের পালটা আক্রমণের রাস্তা নেন। দ্রুত রান তুলতে থাকেন তিনি। ভারত জয়ের গন্ধ পেতে থাকে। 

সেই সময়ে অস্ট্রেলিয়া শিবিরের হেড কোচ ছিলেন জাস্টিন ল্যাঙ্গার। তিনি পন্থের সেই ইনিংসকে বেন স্টোকসের সঙ্গে তুলনা করেন। অ্যাশেজে স্টোকস ২০১৯ সালে একাই হারিয়ে দিয়েছিলেন অস্ট্রেলিয়াকে। 

ল্যাঙ্গার বলছেন, ''দুর্দান্ত প্রচেষ্টা ছিল। পন্থের ইনিংস আমাকে মনে করিয়ে দিচ্ছিল হেডিংলিতে বেন স্টোকসের কথা। ভয়ডরহীন ব্যাটিং করেছিল পন্থ। এর জন্যই ও প্রশংসিত হবে। অবিশ্বাস্য এক ইনিংস ছিল।'' 

এর পরই পন্থের ইনিংসকে খাটো করে ল্যাঙ্গার বলেন, ''গাব্বায় ঋষভ পন্থ অবিশ্বাস্য ইনিংস খেলেছিল। তবে উইকেট ছিল ফ্ল্যাট। ব্রিসবেন সর্বদাই আমাদের দুর্গ বলে পরিচিত।সেই টেস্ট কোভিডের সময়ে হয়েছিল। সেই পরিস্থিতি এবং  নভেম্বরের তুলনায় জানুয়ারিতে উইকেট অনেকটাই আলাদা ছিল। তাই আমরা প্রয়োজনীয় সুবিধা পাইনি।'' 

ইংল্যান্ডেও পন্থ কিন্তু অবাক করে দেন সবাইকে। প্রত্যাবর্তনের আরেক নাম ঋষভ পন্থ। মারাত্মক পথ দুর্ঘটনার পরে সবাই ধরেই নিয়েছিলেন ক্রিকেট মাঠে আর নামতে পারবেন না পন্থ। আরও পড়ুন: ২০০টি আন্তর্জাতিক উইকেটের মালিক শচীন, সেরা কোনটি? মাস্টার বেছে নিলেন এটি, জানলে অবাক হবেন

পন্থ মাঠে ফিরে প্রমাণ করলেন প্রত্যাবর্তনের নায়ক তিনি। ম্যানচেস্টার টেস্টের প্রথম দিন ক্রিস ওকসের বল তাঁর বুটে এসে আছড়ে পড়েছিল। প্রচণ্ড যন্ত্রণায় মাঠেই তিনি শুয়ে পড়েন। ফিজিও এসে তাঁর চিকিৎসা করেন। কিন্তু পন্থ উঠে আর দাঁড়াতেই পারেননি। অ্যাম্বুল্যান্স করে তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। 

দ্বিতীয় দিনের বল গড়ানোর আগে খবর ছড়িয়ে পড়ে তাঁর পায়ের পাতায় চিড় ধরেছে।  ছয় সপ্তাহ বিশ্রামের নির্দেশ দেওয়া হয়েছে। 

কিন্তু পন্থ তো পালিয়ে যাওয়ার বান্দা নন। গতদিনের অপরাজিত রবীন্দ্র জাদেজা ২০ রান করে এদিন আউট হন। কিছু পরে শার্দূল ঠাকুরও ফেরে যান ৪১ রানে। ভারতের রান ৬ উইকেটে ৩১৪। এই পরিস্থিতিতে ব্যাট করতে নামেন পন্থ। অন্য কেউ হলে এমন পরিস্থিতিতে নামার সাহসই হয়তো দেখাতেন না। কিন্তু তিনি তো ঋষভ পন্থ। মৃত্যুমুখ থেকে ফিরে আসা এক যোদ্ধা তিনি। অকুতোভয় তিনি। হেরে যাওয়ার ভয় তাঁর নেই। দল বিপন্ন। এই পরিস্থিতিতে ড্রেসিং রুম থেকে সিঁড়ি বেয়ে নেমে আনলেন ঋযভ পন্থ। দেখেই বোঝা যাচ্ছে তিনি ভাল করে হাঁটতে পারছেন না। খোঁড়াচ্ছেন। প্যাভিলিয়ন থেকে নেমে ক্রিজ পর্যন্ত পৌঁছতেই লেগে গেল অনেকটা সময়। তখনও তিনি জানেন না, সামনের পায়ে ডিফেন্স করতে পারবেন কিনা। তিনি জানেন না দ্রুত সিঙ্গলস নিতে পারবেন কিনা। তিনি জানেন না সহজাত আক্রমণাত্মক শট খেলতে পারবেন কিনা। ঋষভ পন্থ অভাবনীয় সব কাজ করেন। 

আরও পড়ুন: এক বলে ২০ রান নিয়ে চমক আরসিবির তারকার, আইপিএলে ১৪ বলে করেছিলেন হাফসেঞ্চুরি ...