আজকাল ওয়েবডেস্ক: আর ৪৮ ঘন্টাও বাকি নেই। ইতিমধ্যেই মেসি জ্বরে কাবু কলকাতা। আগামী ২৪ ঘণ্টায় সেই কম্পন মাত্রা আরও বাড়বে। শুক্রবার মাঝরাত থেকেই কল্লোলিনীর দখল নিয়ে নেবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। সেদিনই রাত দেড়টা নাগাদ দমদম বিমানবন্দরে পা রাখবেন। পরের দিন সকালে যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসি ম্যাচ। সকাল সাড়ে দশটায় কিক অফ। না, মেসি বলে পা দেবেন না। তবে তাঁর উপস্থিতিতে খেলবে মোহনবাগান অলস্টার এবং ডায়মন্ড হারবার অলস্টার। ভারতীয় ফুটবলে একটি শতাব্দীপ্রাচীন ক্লাব, অন্যটি সর্বকনিষ্ঠ। উল্লেখযোগ্য বিষয় হল, আবার সবুজ মেরুন জার্সিতে দেখা যাবে হোসে রামিরেজ ব্যারেটোকে। এরকম একটি ম্যাচে মেসির সামনে আবার সবুজ তোতাকে বল পায়ে পাওয়া মোহনবাগান সমর্থকদের জন্য বড় প্রাপ্তি।
১৪ জনকে নিয়ে গড়া হচ্ছে মোহনবাগান অলস্টার দল। ব্যারেটো ছাড়াও দলে রয়েছেন সংগ্রাম মুখার্জি, শিল্টল পাল, দুলাল বিশ্বাস, কিংশুক দেবনাথ, রহিম নবি, লালকমল ভৌমিক, হাবিবুর রহমান, অসীম বিশ্বাস, দীপেন্দু বিশ্বাস, ডেনসন দেবদাস, বসুদেব মণ্ডল, দীপক মণ্ডল, গৌতম ঘোষ এবং অমিত দাস। দলের কোচ মানস ভট্টাচার্য। ১৫ মিনিট করে দুটো অর্ধ হবে। ৫ মিনিটের বিরতি। মেসির সফরের অঙ্গ হতে পেরে সম্মানিত বোধ করছেন মানস ভট্টাচার্য। দল নিয়ে মাঠে নামার জন্য তর সইছে না।
মানস ভট্টাচার্য বলেন, 'ম্যাচটা সম্মানের। কলকাতায় এরকম একটা ম্যাচ হচ্ছে, তাতে মোহনবাগান থাকছে। এটাই বড় বিষয়। মেসির নামের সঙ্গে যুক্ত হয়ে যাবো আমরা। মোহনবাগান পুরোনো ক্লাব। ঐতিহ্য আলাদা। ভারতের সবচেয়ে পুরোনো ক্লাবের জন্মের অনেক পরে ফিফা জন্ম নিয়েছে। এরকম একটা প্রতিষ্ঠানের মেসির সফরের অঙ্গ হওয়া নিঃসন্দেহে বড় বিষয়। উল্টোদিকে ডায়মন্ড হারবার। সর্বকনিষ্ঠ দল। মাত্র সাড়ে তিন বছর বয়স। অর্থাৎ, সবচেয়ে বয়স্ক ক্লাব বনাম সর্বকনিষ্ঠ। তাঁদের সুযোগ পাওয়াও গর্বের। খেলাটা বড় বিষয় নয়। মেসির সামনে দুটো ক্লাব দাঁড়াবে, সেটাই গর্বের।' সকাল সাড়ে সাতটায় মোহনবাগান মাঠে একত্রিত হবে ফুটবলাররা। সেখান থেকে টিম বাসে করে যুবভারতীতে যাবে মোহনবাগান অলস্টার দল। ম্যাচ শেষে ফিরবে ক্লাবে। তবে দলের অধিনায়ক কে হবে এখনও জানা নেই। ক্লাবের সভাপতি দেবাশিস দত্ত এবং সচিব সৃঞ্জয় বসু আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।
প্রীতি ম্যাচের বল গড়ানোর আগে ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির হাতে মোহনবাগানের তরফ থেকে তুলে দেওয়া হবে ঐতিহাসিক শিল্ড জয়ের বিশেষ জার্সি। প্রাক্তন ফুটবলাররা উপস্থিত থাকবেন অনুষ্ঠানে। বিশ্ববন্দিত আর্জেন্টাইনের হাতে এই উপহার তুলে দেবেন মোহনবাগানের সচিব সৃঞ্জয় বোস এবং সভাপতি দেবাশিস দত্ত। ঐতিহাসিক ১৯১১-র সবুজ মেরুন জার্সির আদলে তৈরি হচ্ছে বিশেষ জার্সি। সেই উপহারই তুলে দেওয়া হবে মেসির হাতে।
