আজকাল ওয়েবডেস্ক: চলতি বছরে ঘরের মাঠে মোহনবাগানের শেষ ম্যাচে প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স। এই মরশুমে খুব একটা ভাল ফর্মে নেই কেরলের দলটি। তবে তাতেও সতর্ক থাকছেন বাগান কোচ হোসে মোলিনা। কেরলের আক্রমণভাগের শক্তি সকলের জানা। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে হোসে মোলিনা সাফ জানালেন, 'আইএসএলে প্রত্যেকটা ম্যাচ কঠিন। কেরল ব্লাস্টার্স হয়তো সেরা ফর্মে নেই, তবে ম্যাচ কঠিন হবে। আমার লক্ষ্য তিন পয়েন্ট পাওয়া।' ওড়িশার কাছে ড্রয়ের পর টানা তিন ম্যাচে জিতে চলেছে মোহনবাগান। এই জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য সবুজ মেরুনের।
ড্রেসিংরুমের পরিবেশ ফুরফুরে, হাসি ঠাট্টার মধ্যে দিয়ে কড়া অনুশীলন করছেন দিমিরা। অতিরিক্ত আত্মবিশ্বাস কারোর মধ্যে নেই তো? বাগান কোচের বক্তব্য, 'টানা সাত ম্যাচ আমরা হারিনি। কোনও ফুটবলারের মধ্যে সেটা হতেই পারে। আমার কাজ সেটাকে আটকানো। প্রতি ম্যাচে নতুন করে লড়াই করতে হবে। একটা একটা করে ম্যাচ ধরে এগোতে হবে।' এদিনও দলের সঙ্গে অনুশীলন করলেন না মোহনবাগানের মিডফিল্ড মায়েস্ট্রো গ্রেগ স্টুয়ার্ট।
গত ম্যাচে আলবার্তো, শুভাশিসকে ছাড়াই ক্লিনশিট বজায় রেখে ম্যাচ জিতেছে বাগান। তাতে কী কোচের কাজ কঠিন হয়ে গেল প্রথম একাদশ বাছতে গিয়ে? মোলিনা জানালেন, 'আমার কাছে অনেক অপশন আছে, ফলে আমার চাপ কম। ফরোয়ার্ডরা ফর্মে আছে, আমি আমার সেরা একাদশ নামাব। আমাদের মূল লক্ষ্য ম্যাচ জেতা। সেটা যে কেউই গোল করুক না কেন। গত ম্যাচে আশিক, দীপেন্দু দুর্দান্ত খেলেছে। অনুশীলনের পর প্রথম একাদশ নিয়ে সিদ্ধান্ত নেব।' নিজের প্রাক্তন দল হলেও এখন পুরোপুরি মোহনবাগানের খেলাতেই মন দিয়েছেন সাহাল আব্দুল সামাদ। জানালেন, 'মোহনবাগান বড় ক্লাব। কেরল অবশ্যই জেতার জন্যই খেলবে। ভাল ম্যাচ হবে, আমরা আমাদের সেরাটা দিয়েই খেলব।'
