আজকাল ওয়েবডেস্ক: ইতিহাসের পাতায় জো রুট। প্রথম ব্যাটার হিসেবে নজিরবিহীন রেকর্ড ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের। মঙ্গলবার মুলতানে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিন এই নজির গড়েন রুট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৫০০০ রান পূর্ণ করলেন। ৫৪ বলে ৩২ রান করে এই রেকর্ড নিজের নামে করে নিলেন রুট। মাইলস্টোনে পৌঁছতে ২৭ রান প্রয়োজন ছিল। লক্ষপূরণ করলেন। ৫৯ ম্যাচে রুটের রান ৫০০৫। দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। তাঁর রান ৩৯০৪। তৃতীয় স্থানে স্টিভ স্মিথ। অজি তারকার রান ৩৪৮৪। আরও একটি রেকর্ডের হাতছানি রয়েছে রুটের সামনে। অ্যালেস্টার কুককে টপকে টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রহকারী হওয়ার সুযোগ আছে। আর ৩৯ রান করলেই এই নজির গড়বেন। শচীন তেন্ডুলকরের রেকর্ডের থেকেও খুব দূরে নেই। মাস্টার ব্লাস্টারের একাধিক ক্যালেন্ডার ইয়ারে ১০০০ এর বেশি টেস্ট রানের রেকর্ড স্পর্শ করার হাতছানি রয়েছে রুটের সামনে। 

মুলতানে শতরানের হ্যাটট্রিকে প্রথম ইনিংসে ইংল্যান্ডের ওপর বিশাল রান চাপিয়ে দেয় পাকিস্তান। ব্যাট করতে নেমে শুরুতেই অলি পোপের উইকেট হারায় ইংল্যান্ড। এরপর অত্যন্ত সতর্কতার সঙ্গে ব্যাট করেন রুট। উইকেট ধরে রাখেন। একইসঙ্গে স্ট্রাইক রোটেট করেন। দুটো বাউন্ডারিও মারেন। দ্বিতীয় দিনের শেষে ৫৪ বলে ৩২ রানে অপরাজিত থাকেন। তারমধ্যেই ৫০০০ রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন। চলতি বছর টেস্টে ১০০০ রান সম্পূর্ণ করেছেন রুট। এই নিয়ে পঞ্চম ক্যালেন্ডার ইয়ারে ৩৩ বছরের ক্রিকেটার ১০০০ রানের গণ্ডি পেরোলেন। এই তালিকায় রুট ছাড়াও রয়েছেন ব্রায়ান লারা, ম্যাথিউ হেডেন, জ্যাক কালিস, রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারা এবং অ্যালেস্টার কুক। শচীনকে ছুঁতে আরও একটি মরশুমে লাল বলের ক্রিকেটে হাজার রান করতে হবে রুটকে।