আজকাল ওয়েবডেস্ক:‌ জো রুট। ভারত–ইংল্যান্ড সিরিজে ইংল্যান্ডের বড় ভরসা। আসন্ন পাঁচ টেস্টের সিরিজে একাধিক নজিরের সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি।
এই মুহূর্তে টেস্টে রুটের রান ১৩০০৬। ১৫৩ টেস্ট খেলেছেন তিনি। গড় ৫০.‌৮০। শতরান রয়েছে ৩৬টি। টেস্টে তিনিই ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক। এদিকে, মাস্টার ব্লাস্টার শচীনের টেস্টে রয়েছে ১৫৯২১ রান। আসন্ন সিরিজে সেই রান হয়ত টপকাতে পারবেন না। তবে সিরিজে ৩৭৩ রান করলেই তিনি টপকে যাবেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংকে। যার টেস্টে রান ১৩৩৭৮। 


তবে ভারতের বিরুদ্ধে বরাবরই রুটের রেকর্ড ভাল। ৩০ টেস্টে এখনও অবধি করেছেন ২৮৪৬ রান। রয়েছে ১০ শতরান। আর ইংল্যান্ডের মাটিতে ১৫ টেস্টে ভারতের বিরুদ্ধে রুটের সংগ্রহ ১৫৭৪ রান। রয়েছে সাত শতরান। 


এছাড়া ভারত–ইংল্যান্ড সিরিজে ব্যাটিং গড়ে দ্রাবিড়ের পরেই রয়েছেন রুট। দ্রাবিড়ের গড় যেখানে ৬০.‌৯৩। রুটের সেখানে ৫৮.‌৫৫।


আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি রান করেছেন রুটই। বর্তমানে তাঁর রান ৫৫৪৩। রয়েছে ১৮ শতরান। চলতি সিরিজেই ৬ হাজার রান করে ফেলতে পারেন তিনি।