ইস্টবেঙ্গল - ১ (জেসিন -পেনাল্টি)
ভবানীপুর ক্লাব - ০
আজকাল ওয়েবডেস্ক: ভবানীপুরকে হারিয়ে আবার লিগ শীর্ষে ইস্টবেঙ্গল। পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোল জেসিন টিকের। ৮ ম্যাচে ২২ পয়েন্ট সংগ্রহ করে আবার একনম্বর স্থান দখল করল লাল হলুদ ব্রিগেড। ম্যাচের সাত মিনিটে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন জেসিন। শত চেষ্টা করেও সেই গোল শোধ করতে পারেনি ভবানীপুর। এদিন লিগ শীর্ষে ওঠার সুযোগ ছিল ভবানীপুরেরও। দুই দলেরই পয়েন্ট সমান ছিল। কিন্তু ম্যাচ হারায় ৮ ম্যাচে ১৯ পয়েন্টে আটকে থাকল ভবানীপুর। এবারের কলকাতা লিগে এখনও পর্যন্ত সবচেয়ে সফল দল ইস্টবেঙ্গল। মোহনবাগান, মহমেডানের তুলনায় অনেকটাই এগিয়ে লাল হলুদের জুনিয়ররা। ডার্বি জেতার পাশাপাশি সুপার সিক্সের দৌড়ে বাকিদের পেছনে ফেলে দিচ্ছে বিনো জর্জের দল।
সোমবার শুরুতেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল। পেনাল্টি বক্সের মধ্যে রোশেলকে ফাউল করা হয়। পেনাল্টি দেন রেফারি। ম্যাচের ৭ মিনিটে স্পট কিক থেকে জয়সূচক গোল জেসিনের। চলতি মরশুমে প্রায় প্রতি ম্যাচেই গোল পাচ্ছেন কেরলের স্ট্রাইকার। মোট ৯ গোল করে ফেলেছেন। তারমধ্যে কলকাতা লিগে ৮টি, ডুরান্ডে একটি। কাশ্মীরের ডাউনটাউন হিরোজের বিরুদ্ধে গোল করে ওয়েনাড়ের বন্যা বিধ্বস্তদের উৎসর্গ করেছিলেন। এদিন শুরুতেই গোল পেয়ে যাওয়ায় গোল সংখ্যা আরও বাড়তে পারত ইস্টবেঙ্গল। কিন্তু ভবানীপুর রক্ষণের প্রশংসা করতেই হবে। বাকি সময়টা চেষ্টা করেও গোল সংখ্যা বাড়াতে পারেনি জেসিন, অমনরা। বরং একটা সময় চাপ সৃষ্টি করে ভবানীপুর। পরপর আক্রমণ শানায়। কিন্তু শেষপর্যন্ত গোলমুখ খুলতে পারেনি জীতেন মুর্মুরা।
ভবানীপুর ক্লাব - ০
আজকাল ওয়েবডেস্ক: ভবানীপুরকে হারিয়ে আবার লিগ শীর্ষে ইস্টবেঙ্গল। পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোল জেসিন টিকের। ৮ ম্যাচে ২২ পয়েন্ট সংগ্রহ করে আবার একনম্বর স্থান দখল করল লাল হলুদ ব্রিগেড। ম্যাচের সাত মিনিটে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন জেসিন। শত চেষ্টা করেও সেই গোল শোধ করতে পারেনি ভবানীপুর। এদিন লিগ শীর্ষে ওঠার সুযোগ ছিল ভবানীপুরেরও। দুই দলেরই পয়েন্ট সমান ছিল। কিন্তু ম্যাচ হারায় ৮ ম্যাচে ১৯ পয়েন্টে আটকে থাকল ভবানীপুর। এবারের কলকাতা লিগে এখনও পর্যন্ত সবচেয়ে সফল দল ইস্টবেঙ্গল। মোহনবাগান, মহমেডানের তুলনায় অনেকটাই এগিয়ে লাল হলুদের জুনিয়ররা। ডার্বি জেতার পাশাপাশি সুপার সিক্সের দৌড়ে বাকিদের পেছনে ফেলে দিচ্ছে বিনো জর্জের দল।
সোমবার শুরুতেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল। পেনাল্টি বক্সের মধ্যে রোশেলকে ফাউল করা হয়। পেনাল্টি দেন রেফারি। ম্যাচের ৭ মিনিটে স্পট কিক থেকে জয়সূচক গোল জেসিনের। চলতি মরশুমে প্রায় প্রতি ম্যাচেই গোল পাচ্ছেন কেরলের স্ট্রাইকার। মোট ৯ গোল করে ফেলেছেন। তারমধ্যে কলকাতা লিগে ৮টি, ডুরান্ডে একটি। কাশ্মীরের ডাউনটাউন হিরোজের বিরুদ্ধে গোল করে ওয়েনাড়ের বন্যা বিধ্বস্তদের উৎসর্গ করেছিলেন। এদিন শুরুতেই গোল পেয়ে যাওয়ায় গোল সংখ্যা আরও বাড়তে পারত ইস্টবেঙ্গল। কিন্তু ভবানীপুর রক্ষণের প্রশংসা করতেই হবে। বাকি সময়টা চেষ্টা করেও গোল সংখ্যা বাড়াতে পারেনি জেসিন, অমনরা। বরং একটা সময় চাপ সৃষ্টি করে ভবানীপুর। পরপর আক্রমণ শানায়। কিন্তু শেষপর্যন্ত গোলমুখ খুলতে পারেনি জীতেন মুর্মুরা।
