আজকাল ওয়েবডেস্ক: আইসিসি-তে শাহী সাম্রাজ্যের প্রতিষ্ঠা। রবিবার আনুষ্ঠানিক ভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যানের চেয়ারে বসলেন জয় শাহ। গত আগস্টেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় শাহ আইসিসি-র চেয়ারম্যান হয়েছিলেন। এদিন সরকারিভাবে দায়িত্ব গ্রহণ করলেন।

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ও পিসিবি-র টানাপোড়েন চলছে। দুটি শর্তে হাইব্রিড মডেল স্বীকার করে নিয়েছে পিসিবি। এই আবহেই জয় শাহ আইসিসি-র চেয়ারম্যানের পদে বসলেন। 

বিশ্বজুড়ে ক্রিকেটকে ছড়িয়ে দেওয়াই লক্ষ্য জয় শাহের। তিনি বলেছেন, ''আইসিসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ায় আমি গর্বিত। আইসিসি-র ডিরেক্টর এবং সদস্য দেশগুলোর ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরা আমাকে সাহায্য করেছেন, আমার উপর আস্থা রেখেছেন। আমি কৃতজ্ঞ।'' 

জয় শাহ আরও বলেন, ''২০২৮ সালে লস এঞ্জেলেস অলিম্পিক্সের জন্য আমরা তৈরি হচ্ছি। বিশ্বে ক্রিকেট ছড়িয়ে দেওয়াই লক্ষ্য। দারুণ এক সন্ধিক্ষণে আমরা। একাধিক ফরম্যাটে ক্রিকেট হচ্ছে। মহিলাদের ক্রিকেটের উন্নতি দরকার। সবাই মিলে কাজ করে ক্রিকেটকে এক অন্য উচ্চতায় পৌঁছে দিতে হবে।''

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব পদে বসেন ২০১৯ সালে। এবার জয় শাহ বসলেন আইসিসি-র চেয়ারম্যানের চেয়ারে। নতুন পালক জুড়ল তাঁর মুকুটে।