আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়া সফরে বুমরা ১৫১.২ ওভার বল করেছেন। সিরাজ করেছেন ১৬৪.১ ওভার। 

হরভজন সিংয়ের মতো প্রাক্তন ক্রিকেটার টিম ম্যানেজমেন্টকে দুষে বলছেন, বুমরার কোমরটাই তো ভেঙে দিয়েছো তোমরা। 

কিন্তু তিরাশির বিশ্বজয়ী দলের সদস্য বলবিন্দর সিং সান্ধু বলছেন, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বিদেশি ধারণা। কোনও বোলার যদি দিনে ২০ ওভার বল করতে না পারে, তাহলে তাঁর ভারতীয় দলের হয়ে খেলাই উচিত নয়। 

তিরাশির ফাইনালে বলবিন্দর সিং সান্ধুর সেই বিখ্যাত ডেলিভারি ছাড়তে গিয়ে বোল্ড হয়েছিলেন গর্ডন গ্রিনিজ। সেই সান্ধু বলছেন, ''ওয়ার্কলোড আবার কী? বুমরা কত ওভার বল করেছে? দেড়শোর কাছাকাছি। কতগুলো ম্যাচে করেছে? কটা ইনিংসে? পাঁচটা ম্যাচ বা নটি ইনিংসে তাই তো? এর অর্থ ইনিংসে ১৬ ওভার বা ম্যাচে ৩০ ওভার। ওই ১৫ ওভার তো একবারে করেনি। বিভিন্ন স্পেলে করেছে। এটা কী এমন বড় ব্যাপার?'' 

সান্ধু তাঁর অধিনায়ক কপিলের উদাহরণ টেনে এনেছেন। বলছেন, ''আমরা তো দিনে ২৫-৩০ ওভার বল করতাম। কপিল তো ওর কেরিয়ারে লম্বা স্পেল করে গেলো। বল করে গেলে শরীরের পেশি তার সঙ্গে অভ্যস্থ হয়ে যায়। আজকাল তো সেরা ফিজিও, সেরা ম্যাসিওর থাকে। কোনও বোলার যদি এক ইনিংসে ২০ ওভার বল করতে না পারে, তাহলে তাঁর ভারতের হয়ে খেলাই উচিত নয়।''