আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের প্রথম দিনের দখল নিয়ে নেন যশপ্রীত বুমরা। টেস্ট শুরুর আগে ইডেনের পিচ নিয়ে প্রচুর চর্চা চলে। ব়্যাঙ্ক টার্নার চেয়েছিলেন গৌতম গম্ভীর। সেই অনুযায়ী চার স্পিনারে দল সাজান। কিন্তু কিস্তিমাত করেন একজন পেসার। পাঁচ উইকেট নেওয়ার পর ম্যাজিক প্রসঙ্গ উড়িয়ে দেন বুমরা। বরং, দাবি করেন, ধৈর্য এবং বোলিংয়ে শৃঙ্খলাই তাঁর সাফল্যের চাবিকাঠি। বুমরা বলেন, 'সাফল্য পেতে হলে, ধৈর্য ধরতেই হবে।' একইসঙ্গে তারকা পেসার জানান, ম্যাজিক বল নয়, এমন পিচে ফোকাস ধরে রাখাই প্রধান চ্যালেঞ্জ ছিল। বুমরা বলেন, 'এখানে আউটফিল্ড ফাস্ট এবং উইকেট শক্ত। ম্যাজিক বল করতে গেলে দ্রুত রান উঠত।' 

ছন্দ খুঁজে পেতে সময় লাগে বুমরার। প্রথম পাঁচ ওভার কোনও উইকেট পাননি। রায়ান রিকেলটনের উইকেট দিয়ে লকগেট খোলে। পরের স্পেলে আইডেন মার্করামকে ফেরান। দুটো উইকেট ভারতের দিকে মোমেন্টাম ঘুরিয়ে দেয়। চারজন স্পিনারকে নিয়ে দল সাজান গৌতম গম্ভীর। তিন স্পেলে দক্ষিণ আফ্রিকাকে কুপোকাত করে ভারতীয় পেসার। বুমরা বলেন, 'নিজেকে কন্ট্রোল করতে হয়। তবে প্রতিপক্ষের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করতে হয়। যাতে বেশি রান না তুলতে পারে সেদিকে নজর রাখতে হয়। সঠিক জায়গায় বল রাখতে পারলে, উইকেট পাওয়ার সম্ভাবনা থাকে।' নিজের পারফরম্যান্সে‌ খুশি, তবে এখনই জোয়ারে গা ভাসাতে চান না। বুমরা জানান, এখনও আসল কাজ বাকি।