আজকাল ওয়েবডেস্ক: ২০২৪ সালের সেরা টেস্ট দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ভারতের জাতীয় ক্রিকেট দলের পেসার জসপ্রীত বুমরা অধিনায়ক হিসেবে মনোনীত হয়েছেন। তবে গোটা দলে জায়গা হয়েছে মাত্র দু’জন ভারতীয় ক্রিকেটারের। জসপ্রীত বুমরা ছাড়া জায়গা পেয়েছেন ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। চলতি বছরে টেস্ট ক্রিকেটে তাঁর অসাধারণ পারফরম্যান্সের জন্য নির্বাচিত হয়েছেন তিনি। ১৫টি ম্যাচে ৫৪.৭৪ গড়ে ১৪৭৮ রান করেছেন তিনি। যার মধ্যে রয়েছে তিনটি শতরান। ওপেনার হিসেবে যশস্বীর সঙ্গে রয়েছেন ইংল্যান্ডের বেন ডাকেট।
বাঁ-হাতি এই ব্যাটার ১৭ ম্যাচে ৩৭.০৬ গড়ে ১,১৪৯ রান করেছেন। যার মধ্যে রয়েছে দুটি শতরান। ১৫৩ রানের সেরা ইনিংস তিনি ভারতের মাটিতেই খেলেছিলেন। নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্রও এই দলে রয়েছেন। ২০২৪ সালে তিনি ৪২.৭৮ গড়ে ৯৮৪ রান করেছেন, যার মধ্যে রয়েছে দুটি শতরান। এর মধ্যে একটি শতরান রয়েছে ভারতের বিরুদ্ধে। মিডল অর্ডারে রয়েছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক এবং শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস। হ্যারি ব্রুক ৫৫.০০ গড়ে ১,১০০ রান করেছেন, যার মধ্যে রয়েছে চারটি শতরান, এবং এর মধ্যে একটি ট্রিপল সেঞ্চুরি। অন্যদিকে, কামিন্দু মেন্ডিস ৭৪.৯২ গড়ে ১,০৪৯ রান করেছেন এবং পাঁচটি শতরান করেছেন। উইকেট কিপার হিসেবে অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারি এই দলে জায়গা পেয়েছেন।
চলতি বছরে ৩৩.৮৪ গড়ে ৪৪০ রান করেছেন তিনি যার মধ্যে রয়েছে তিনটি হাফ-সেঞ্চুরি। উইকেটের পিছনে দাঁড়িয়ে ৪২টি ক্যাচ এবং ৪টি স্টাম্প করেছেন তিনি। জসপ্রীত বুমরা তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের জন্য এই দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন। ২০২৪ সালে তিনি ১৩টি টেস্টে ৭১টি উইকেট নিয়েছেন। চলতি বর্ডার গাভাসকার ট্রফিতে বুমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারথ টেস্টে ভারতীয় দলের অধিনায়কত্ব করে দলকে জিতিয়েছিলেন। বুমরার পাশাপাশি কিউই পেসার ম্যাট হেনরি এবং অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউডও জায়গা পেয়েছেন। হেনরি ১৮.৫৮ গড়ে ৪৮টি উইকেট নিয়েছেন, এবং হ্যাজলউড ১৩.৬০ গড়ে ৩৫টি উইকেট নিয়েছেন। স্পিনার হিসেবে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ।
