আজকাল ওয়েবডেস্ক: রবিবারই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পৌঁছে গিয়েছেন জসপ্রীত বুমরা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সুস্থ হতে চাইছেন ভারতের সেরা পেসার। এনসিএ–তে বুমরার চোটের জায়গা খতিয়ে দেখা হচ্ছে। আগামী দু’তিন দিনেই জানা যাবে বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন কিনা।
 
 রবিবারই বেঙ্গালুরু গিয়েছেন বুমরা। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে দু’–তিন দিন থাকবেন তিনি। তার মধ্যে তাঁর চোটের জায়গায় স্ক্যান হবে। চোট খতিয়ে দেখে রিপোর্ট দেবেন অ্যাকাডেমির চিকিৎসকেরা। সেই রিপোর্ট দেখে অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি সিদ্ধান্ত নেবে বুমরা খেলতে পারবেন কি না। যদি চিকিৎসকরা মনে করেন যে বুমরার অস্ত্রোপচারের দরকার নেই, তা হলে ভাল খবর। কিন্তু যদি তাঁর অস্ত্রোপচারের প্রয়োজন হয় তা হলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরার খেলার সম্ভাবনা নেই।
 
 ইতিমধ্যে বিসিসিআই যোগাযোগ করেছে নিউজিল্যান্ডের শল্য চিকিৎসক রোয়ান শাওটেনের সঙ্গে। ২০২২ সালে তিনিই বুমরার অস্ত্রোপচার করেছিলেন। যদি আরও এক বার অস্ত্রোপচার করাতে হয় তা হলে নিউজিল্যান্ডের চিকিৎসকের কাছেই যেতে হবে বুমরাকে। তবে সবটাই নির্ভর করছে পরীক্ষার রিপোর্টের উপর।
 
 প্রসঙ্গত, সিডনি টেস্টে বল করার সময় চোট পান বুমরা। তারপর থেকে আর বল করতে পারেননি। এদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে রাখা হয়েছে বুমরাকে। সম্ভবত এই সিরিজে তিনি খেলতে পারবেন না। 
 
 এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলে বুমরাকে রাখা হয়েছে। তিনি শেষ অবধি খেলতে না পারলে হয়ত দলে ঢুকবেন হর্ষিত রানা। কারণ স্ট্যান্ডবাই হিসেবে ইংল্যান্ড সিরিজে রানাকেই রাখা হয়েছে। 
