আজকাল ওয়েবডেস্ক: জশপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজা এবং ঋষভ পন্থ দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমাকে ‘বামন’ বলে অভিহিত করেছিলেন। এই প্রসঙ্গে প্রোটিয়া ব্যাটিং কোচ অ্যাশলে প্রিন্স জানান, বাভুমাকে নিয়ে ভারতের জশপ্রীত বুমরা ও ঋষভ পন্থের করা ‘বামন’ মন্তব্য নিয়ে প্রোটিয়া শিবিরে কোনও আলোচনা হবে না।
সেই 'বামন'-এর হাতেই ইডেন গার্ডেন্সে ভারত হার মানল। ম্যাচ শেষ হতেই দেখা গেল বুমরা গিয়ে হাত মেলাচ্ছেন বাভুমার সঙ্গে। দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য ভারতের তারকা বোলার অভিনন্দন জানাচ্ছেন প্রোটিয়া ক্যাপ্টেনকে। বাভুমাও সব ভুলে বুম বুম বুমরাহর সঙ্গে হাত মেলালেন। এটাই স্পোর্টসম্যানশিপ। মাঠের ভিতরে আগে যা ঘটেছিল তা ভুলে গিয়েছেন দুই ক্রিকেটারই।
বাভুমাকে নিয়ে ভারতীয়রা কটাক্ষ করেন প্রোটিয়াদের প্রথম ইনিংসে। দক্ষিণ আফ্রিকার ইনিংসের ১৩তম ওভারে। বুমরার করা একটি তীক্ষ্ণ ইন-সুইং ডেলিভারি বাভুমার উরুর পিছনে লাগে। বুমরা তৎক্ষণাৎ এলবিডব্লিউর আবেদন করলেও আম্পায়ার নাকচ করেন।
এরপর পন্থের সঙ্গে আলোচনার সময় দু’জনকে বাভুমাকে ‘বামন’ বলে উল্লেখ করতে শোনা যায়। বিতর্কিত এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চার জন্ম দিয়েছে।
যদিও এলবিডব্লিউয়ের আবেদনে আম্পায়ার নট আউট দিলেও বাভুমা বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র ১১ বল খেলে ৩ রানে কুলদীপ যাদবের বলে আউট হন তিনি।
দক্ষিণ আফ্রিকার ইনিংস থেমে যায় মাত্র ১৫৯ রানে (৫৫ ওভারে)। জবাবে ভারত দিনের শেষে ১ উইকেট হারিয়ে ৩৭ রান তোলে। খারাপ আলোর কারণে প্রথম দিনের খেলা বন্ধ হয়ে সময় তারা প্রোটিয়াদের প্রথম ইনিংসের চেয়ে ১২২ রানে পিছিয়ে ছিল।
সেই বাভুমাই কিন্তু দেখিয়ে দিলেন দক্ষতা দিয়ে এই ধরনের পিচে ব্যাট করা যায়। প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসে তিনিই সর্বোচ্চ রান সংগ্রাহক। ১৩৬ বলে ৫৫ রানে তিনি অপরাজিত থেকে যান। শেষ পর্যন্ত ভারত ৯৩ রানে শেষ হয়ে যায়। দক্ষিণ আফ্রিকা ম্যাচটা জেতে ৩০ রানে।
