আজকাল ওয়েবডেস্ক: রঞ্জিতে চমক দিয়েই চলেছে জম্মু–কাশ্মীর। দিল্লিকে তাদের ঘরের মাঠে ৭ উইকেটে হারাল তারা। রঞ্জির ইতিহাসে দিল্লিকে প্রথম বার হারাল জম্মু–কাশ্মীর।
গত বার রঞ্জিতে মুম্বইকে হারিয়েছিল জম্মু–কাশ্মীর। সেই ম্যাচে খেলেছিলেন রোহিত শর্মা। শারদ পাওয়ার স্টেডিয়ামে জম্মু–কাশ্মীরের সেই জয় যে কাকতালীয় ছিল না, তা আরও এক বার দেখা গেল এবার।
ঘরের মাঠে প্রথম ইনিংসে ২১১ রান করেছিল দিল্লি। অধিনায়ক আয়ুষ বদোনি ৬৪, আয়ুষ দোসেজা ৬৫ ও সুমিত মাথুর ৫৫ রান করেছিলেন। জম্মু–কাশ্মীরের আকিব নবি নিয়েছিলেন ৫ উইকেট। জবাবে প্রথম ইনিংসে ৩১০ রান করেছিল জম্মু–কাশ্মীর। অধিনায়ক পরস ডোগরা শতরান (১০৬) করেছিলেন। ভারতীয় ক্রিকেটে পরিচিত মুখ আব্দুল সামাদ করেছিলেন ৮৫ রান। প্রথম ইনিংসে ৯৯ রানের লিড পেয়েছিল জম্মু–কাশ্মীর।
দ্বিতীয় ইনিংসে একটু ভাল খেললেও বড় রান করতে পারেনি দিল্লি। ২৭৭ রানে অল আউট হয়ে গিয়েছিল তারা। সেই দুই আয়ুষ রান করেছিলেন। বদোনি ৭২ ও দোসেজা ৬২ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে নজর কেড়েছিলেন বংশরাজ শর্মা। ৬ উইকেট নিয়েছিলেন তিনি।
জয়ের জন্য জম্মু–কাশ্মীরের দরকার ছিল ১৭৯ রান। ওপেনার কামরান ইকবাল শতরান করেন। টপ ও মিডল অর্ডারের বাকিরা রান না পেলেও ইকবালের ১৩৩ রানে ভর করে খেলা জিতে যায় জম্মু–কাশ্মীর।
এ বারের রঞ্জিতে চার ম্যাচের মধ্যে দু’টি জিতেছে জম্মু–কাশ্মীর। ১৪ পয়েন্ট নিয়ে এলিট গ্রুপ ডি–তে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে মুম্বই। খারাপ অবস্থা দিল্লির। চার ম্যাচের একটিতেও জিততে পারেনি তারা। ৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে দিল্লি।
