আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন জেসমিন লামবোরিয়া। নূপুর শেওরান রুপো পান। পূজা রানি ঘরে আনলেন ব্রোঞ্জকমনওয়েলথ গেমসের পদকজয়ী বক্সার জেসমিনপোল্যান্ডের জুলিয়াকে হারিয়ে সোনা জেতেন ভারতের মহিলা বক্সার। প্যারিস অলিম্পিকে রুপো পেয়েছিলেন জুলিয়া

প্রথম রাউন্ডে পিছিয়ে ছিলেন জেসমিনদ্বিতীয় রাউন্ডে ফিরে আসেন তিনি। তার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। পোলিশ বক্সারকে ৪-১ -এ হারান। প্যারিস অলিম্পিকে হতাশাজনক পারফরম্যান্স ছিল জেসমিনের। আগেই তিনি ছিটকে গিয়েছিলেন

আরও পড়ুন: ভারত-পাক ম্যাচের আগে নিজের দলকেই কটাক্ষ আফ্রিদির

 লিভারপুলে সোনা জেতার পরে জেসমিনকে বলতে শোনা গিয়েছে, ''এই অনুভূতি ভাষায় প্রকাশ করার নয়। বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আমি খুব খুশি। প্যারিস ২০২৪-এ আগেই বিদায় নেওয়ার পর থেকে শারীরিক ও মানসিক ভাবে আরও শক্তিশালী হওয়ার চেষ্টা করছিলাম। ধারাবাহিক ভাবে পরিশ্রম করে যাওয়ার ফল পাওয়া গেল''

নূপুর অল্পের জন্য সোনা হাতছাড়া করেন। পোল্যান্ডের আগাতার কাছে নূপুর হার মানেন ৩-২। অন্যদিকে পূজা ১-৪-এ হার মানেন এমিলির কাছে। প্রথম রাউন্ডের পর এগিয়ে ছিল পূজা। কিন্তু সেই মোমেন্টাম ধরে রাখতে পারেননি। 

আরও পড়ুন: 'এই পাকিস্তান খুব দুর্বল...কী করে লড়বে', এশিয়া কাপের মেগা ম্যাচের আগে বড় মন্তব্য প্রাক্তন ভারত অধিনায়কের ...