আজকাল ওয়েবডেস্ক: চাপের মুখে নিজেকে আরও একবার মেলে ধরেছেন। প্রত্যাবর্তনেই ভারতকে জেতান। ২৮ বলে ৫৯ রানের দুর্ধর্ষ ইনিংস খেলে ম্যাচের সেরা হার্দিক পাণ্ডিয়া। তাঁর ব্যাটে ভর করে কটকে প্রথম একদিনের ম্যাচ ১০১ রানে জেতে ভারত। ভারতীয় অলরাউন্ডার ব্যাট করতে নামার আগে পিচের চরিত্র নিয়ে প্রশ্ন উঠছিল। কিন্তু হার্দিক সমস্ত ধারণা বদলে দেন। একাই দায়িত্ব নিয়ে ভারতকে ১৭৬ রানে পৌঁছে দেন। কিন্তু কৃতিত্ব নিতে চাননি তারকা ক্রিকেটার। ম্যাচ শেষে বিনয়ী পাণ্ডিয়া। জানান, নিজের পারফরম্যান্স নয়, দলের জয়ই তাঁর কাছে বড়। হার্দিক বলেন, 'হার্দিক পাণ্ডিয়া কী চায় সেটা বড় নয়। ভারত কী চায় সেটাই জরুরি। আমি সবসময় দলকে অগ্রাধিকার দিয়েছি। সেটাই আমার সবচেয়ে বড় ইউএসপি।' যে ভূমিকাই তাঁকে দেওয়া হোক না কেন, মোটিভেশনে কোনও পরিবর্তন নেই। শুধু দেশের হয়ে অবদান রাখতে চান। 

দীর্ঘদিন পর ম্যাচে ফিরেই রান পেয়েছেন। স্বাভাবিকভাবেই খুশি। হার্দিক বলেন, 'এই উইকেটে ব্যাট করা খুব সহজ ছিল না। তবে আমাকে শট খেলতেই হত। একটা চান্স নিতেই হত। টাইমিংই আসল।' গত দু'মাস ক্রিকেটের থেকে, দৈনন্দিন জীবনযাত্রা থেকে বহু দূরে ছিলেন। ফিটনেস ফিরে পেতে দু'মাস জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে কালঘাম ছোটান। তারই ফল পেয়েছেন। হার্দিক বলেন, '৫০ দিন আমি পরিবারের থেকে, কাছের মানুষদের থেকে দূরে থেকে এনসিএতে কাটিয়েছি। ফিট হওয়ার আপ্রাণ চেষ্টা করেছি। এবার এখানে এসে তার রেজাল্ট পেয়ে ভাল লাগছে।' 

কেশব মহারাজের ওভারে ম্যাচ ঘোরান হার্দিক। পরপর দুটো ছক্কা হাঁকান। তাতেই কিছুটা ছন্নছাড়া হয়ে যায় প্রোটিয়াদের বোলিং। এই প্রসঙ্গে হার্দিক বলেন, 'ও সুযোগ নেওয়ার চেষ্টা করে, আমিও তাই করি। এরকম পিচে আমি ভেবেচিন্তে ইনিংস সাজিয়েছি। সেটাই আমাদের মোমেন্টাম ফিরিয়েছে।' প্রসঙ্গত, এশিয়া কাপের মাঝপথ থেকে ছিটকে যান হার্দিক। শ্রীলঙ্কার বিরুদ্ধে চোট পান। পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে খেলতে পারেননি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাদা বলের সিরিজেও খেলতে পারেননি।দীর্ঘদিন পর মাঠে ফিরেই সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দারুণ খেলেন। তাঁর ৪২ বলে ৭৭ রান পাঞ্জাবকে হারাতে সাহায্য করে। ফেব্রুয়ারিতে ভারত এবং শ্রীলঙ্কায় টি-২০ বিশ্বকাপ। তার আগে হার্দিকের ফর্মে ফেরা ইতিবাচক দিক। প্রসঙ্গত, ম্যাচের আগে পাপারাজ্জিদের ওপর প্রচণ্ড চটে যান ভারতীয় অলরাউন্ডার। ভুল অ্যাঙ্গেল থেকে বান্ধবী মাহিকা শর্মার ছবি তোলায় মেজাজ হারান হার্দিক। সোশ্যাল মিডিয়ায় বড়সড় বার্তা দেন।