আজকাল ওয়েবডেস্ক: আইএসএলের ভাগ্য এবার পুরোপুরি সুপ্রিম কোর্ট আর কেন্দ্রের হাতে। শুক্রবার আইএসএল নিয়ে শুনানি ছিল দেশের শীর্ষ আদালতে। শুনানি চলাকালীন সলিসিটর জেনারেল তুষার মেহতা জানালেন, ক্রীড়ামন্ত্রক গোটা বিষয়টির পরিস্থিতির দিকে নজর রাখছে।

আদালতের কাছে দু’সপ্তাহের সময় চেয়েছে কেন্দ্র। তুষার মেহতা জানিয়েছেন, ক্রীড়ামন্ত্রী পরিস্থিতির দিকে নজর রেখেছেন। ফুটবলারদের কথা ভেবে আইএসএল করতেই হবে, এমনটাও জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী।

তবে টুর্নামেন্ট কীভাবে হবে, কারা স্পনসর হবেন, অর্থনৈতিক ভাবে দায়িত্ব কারা নেবে সেটা কেন্দ্রের ওপর ছেড়ে দেওয়া হবে। সলিসিটর জেনারেল তুষার মেহতা এদিন নিশ্চিত করে দেন, আইএসএল যাতে হয় তার জন্য কেন্দ্র হস্তক্ষেপ করবে, যাতে ফুটবলারদের ক্ষতির মুখে না পড়তে হয়।

স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ফুটবলারদের স্বার্থই প্রধান, তাঁরা যেন কোনওভাবে ক্ষতির মুখে না পড়েন। সেটা স্পনসরের অভাব বা ক্লাবের মালিকানার অসহযোগিতা, যাই হোক না কেন।

আদালত জানিয়েছে, জরুরি ভিত্তিতে আইএসএল নিয়ে আলোচনায় বসতে হবে। বিচারপতি নাগেশ্বর রাও কিছু পরিকল্পনা দিয়েছিলেন যা ভারতীয় ফুটবলের জন্য সুবিধাজনক।

জানা গিয়েছে, আগামী ৮ ডিসেম্বর এসএসডিএলের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে ফেডারেশনের। ফলে, তার আগেই একটা সমাধানসূত্র বের করতে হবে। তার আগেই আইএসএল নিয়ে যাবতীয় পরিকল্পনা আদালতের কাছে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আইএসএলের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে। এমনকী, ফেডারেশনের সঙ্গে দফায় দফায় বৈঠক সেরেছে ক্লাবগুলি। কিন্তু তাতেও কোনও সমাধানসূত্র বেরোয়নি। দেশের সর্বোচ্চ লিগ আইএসএল নিয়ে তৈরি হয়েছে তীব্র অনিশ্চয়তা।

এই পরিস্থিতিতে দেশের ফুটবল বাঁচাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠাল ইস্টবেঙ্গল ক্লাব। ভারতীয় ফুটবলের উদ্ভুত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপের আর্জি জানিয়েছে লাল-হলুদ।

চিঠিতে লেখা হয়েছে, আইএসএল শুরু না হওয়ায় হতাশাচ্ছন্ন অবস্থা খেলোয়াড়, ক্লাবকর্তা ও সমর্থকদের। ইস্টবেঙ্গল সভাপতি মুরারি লাল লোহিয়া সেই চিঠিতে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, ভারতীয় ফুটবল এখন গভীর সঙ্কটে।

এই সমস্যার সমাধানে কেন্দ্রীয় হস্তক্ষেপের আশু প্রয়োজন। আইএসএল না শুরু হওয়ায় বিপর্যস্ত হচ্ছে খেলোয়াড়দের কেরিয়ার, ক্লাবগুলোর আর্থিক স্থিতি নষ্ট হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে।

লাল-হলুদের দাবি, গত চার-পাঁচ বছরে প্রশাসনিক অদক্ষতা ও বিনিয়োগের ঘাটতি ভারতীয় ফুটবলকে নিয়ে গিয়েছে সঙ্কটের পথে। দেশে ক্রিকেটের পর সবথেকে জনপ্রিয় খেলা ফুটবল।

আর ইস্টবেঙ্গলের সমর্থক সংখ্যাই প্রায় সাড়ে চার কোটি। দেশে-বিদেশে ছড়িয়ে রয়েছে এই সমর্থকরা। আজ সবই সঙ্কটের মুখে। ইস্টবেঙ্গলের দাবি, প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় ভারত উন্নয়নের পথে হেঁটেছে।

ভারতীয় ফুটবলও সেই সুফল পেতে পারে। এবার ফুটবলকে বাঁচানোর সময় এসেছে। ক্লাবের তরফ থেকে প্রধানমন্ত্রীর কাছে আবেদন, আপনার হস্তক্ষেপ ভারতীয় ফুটবলকে অবক্ষয়ের হাত থেকে বাঁচাতে পারে। একই সঙ্গে তরুণ ফুটবলারদের আলো দেখাতে পারে।