আজকাল ওয়েবডেস্ক:‌ মাত্র ১৩ বছর বয়সেই আইপিএলে দল পেয়ে গিয়েছেন বিহারের বাঁহাতি ব্যাটার বৈভব সূর্যবংশী। ১ কোটি ১০ লক্ষ টাকায় এই তরুণকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। 


তবে প্রশ্ন উঠেছে, বয়স এতটাই কম যে আইপিএলে খেলা আটকাবে না তো বৈভবের। জেনে নেওয়া যাক, বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার নিয়ম কী বলছে?‌
২০২০ সালে ক্রিকেটারদের সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ আন্তর্জাতিক খেলার জন্য ন্যূনতম বয়স বেধে দিয়েছিল আইসিসি। আর তা ছিল অন্তত ১৫ বছর বয়স হতেই হবে সংশ্লিষ্ট ক্রিকেটারকে। আর এই নিয়ম অনুযায়ী, বৈভবের এখনই আইপিএল খেলা সম্ভব নয়। তাঁকে আরও অন্তত দু’‌বছর অপেক্ষা করতে হবে। তবে নিয়মের ব্যতিক্রমও আছে। এক্ষেত্রে বলা হয়েছে, সংশ্লিষ্ট দেশের ক্রিকেট বোর্ডকে আইসিসির থেকে বিশেষ অনুমতি নিতে হবে। অনুমতি মিললে তবেই সর্বোচ্চ পর্যায়ে মিলবে খেলার সুযোগ। 


প্রসঙ্গত, এর আগে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে মাত্র ১৪ বছর ২২৭ দিন বয়সে টেস্ট অভিষেক হয়েছিল পাকিস্তানের ব্যাটার হাসান রাজার। কিন্তু সালটা ছিল ১৯৯৬। তখন এই নিয়ম আনেনি আইসিসি। 


কিন্তু ২০২০ সালে নতুন নিয়ম করেছে আইসিসি। আর তাই ভারতীয় ক্রিকেট বোর্ডকেই বৈভবের জন্য বিশেষ পারমিশনের আবেদন করতে হব আইসিসির কাছে। আইসিসি ক্রিকেটারটির মানসিক অবস্থা, অভিজ্ঞতা সবকিছু খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে। 


তবে আইপিএলে এরকম নিয়ম কিন্তু নেই। এক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে ফ্রাঞ্চাইজির হাতে। তাই বৈভবের খেলা হয়ত নাও আটকাতে পারে।