আজকাল ওয়েবডেস্ক: ভারতের ক্রিকেটপ্রেমীদের জন্য বড় ধাক্কা। জানা গিয়েছে, এই বছর থেকে আর বিনামূল্যে দেখা যাবে না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ২০২৫ সালের আইপিএল দেখতে হবে সাবস্ক্রাইব করতে হবে জিও হটস্টার। এক প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছর থেকে নতুন প্ল্যাটফর্ম জিওহটস্টারে দেখা যাবে আইপিএল। এই ওটিটি প্ল্যাটফর্মের তরফে একটি নতুন হাইব্রিড সাবস্ক্রিপশন মডেল চালু করা হবে। যে কারণে বিনামূল্যে আইপিএল দেখার সুযোগ আর থাকছে না ক্রিকেটপ্রেমীদের কাছে। মোবাইলে বা অনলাইনে আইপিএল দেখতে হলে সাবস্ক্রিপশন করাটা বাধ্যতামূলক।

 

২০২৩ সালে জিওসিনেমা প্রায় তিন বিলিয়ন ডলারের চুক্তিতে আইপিএলের ডিজিটাল স্ট্রিমিং স্বত্ব কিনে নিয়েছিল। গত দু’বছর ধরে জিওসিনেমা অ্যাপেই বিনামূল্যে আইপিএলের লাইভ টেলিকাস্ট দেখতে পেতেন দর্শকরা। কিন্তু সম্প্রতি রিলায়েন্স ও ওয়াল্ট ডিজনির সংযুক্তির ফলে ডিজনি প্লাস হটস্টার এবং জিওসিনেমার মার্জ করে জিও হটস্টার নামে নতুন স্ট্রিমিং প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। আইপিএলের আগে এবার জিও হটস্টারের নামে নতুন হাইব্রিড মডেল গ্রহণ করা হবে। জানা গিয়েছে, প্রতি মাসে বিনামূল্যে চার ঘণ্টা যেকোনও কন্টেন্ট দেখতে পারবেন দর্শকরা। সেই সময় পেরিয়ে যাওয়ার পর সাবস্ক্রিপশন করাটা বাধ্যতামূলক।

 

জানা গিয়েছে, শুধু মোবাইলে স্ট্রিম করতে হলে এক বছরে ১৪৯ টাকা এবং এক বছরে ৪৯৯ টাকার প্রিমিয়াম প্যাক রয়েছে। এছাড়া রয়েছে তিন মাসে ২৯৯ টাকার সুপার প্ল্যান এবং এক বছরে ৮৯৯ টাকার প্ল্যান। প্রিমিয়াম সাবস্ক্রিপশনে রয়েছে এক মাসে ২৯৯ টাকা, তিন মাসে ৪৯৯ টাকা এবং এক বছরে ১৪৯৯ টাকা। তবে এই পরিবর্তন ভারতের কোটি কোটি ক্রিকেটপ্রেমীদের হতাশ করতে পারে। কারণ গত দু’বছর আইপিএল ফ্রিতে স্ট্রিমিংয়ের কারণে ডিজিটাল মাধ্যমে দর্শকের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল। এবার সাবস্ক্রিপশনের আওতায় অনেকেই ডিজিটাল মাধ্যমে লাইভ স্ট্রিমিং থেকে সরে আসার চিন্তা করতে পারেন। তবে নতুন সংস্থার আধিকারিকরা আশাবাদী, দর্শকের সংখ্যা কমবে না, উল্টে বাণিজ্যিক ভাবে লাভ করবে সংস্থাটি।