আজকাল ওয়েবডেস্ক: গতবার নিলামে তাঁর দর উঠেছিল ২৩.৭৫ কোটি। 

এবার সাপ-লুডোর নিলামে তাঁর দাম হল ৭ কোটি। 

তিনি ভেঙ্কটেশ আইয়ার। ২৩.৭৫ কোটি থেকে তিনি হলেন ৭ কোটির ক্রিকেটার। শহরও বদলাল। কলকাতা থেকে বেঙ্গালুরু  তাঁর নতুন ঠিকানা।  

নিলামে আইয়ারকে নিয়ে যুদ্ধ শুরু করেছিল লখনউ সুপার জায়ান্টস। পরে আরসিবি ও কলকাতা  আইয়ারকে নিয়ে যুদ্ধ শুরু করে। 

কলকাতা চাইছিল ভেঙ্কটেশ আইয়ারকে। কারণ তিনি খেলেছেন কেকেআরে। আইয়ারের মন পড়ে থাকে নাইটদের প্রতি। যদি তাঁকে কম দামে দলে নেওয়া যায়। আইয়ারের দাম ওঠে সাত কোটি। তার পরে কেকেআর আর অগ্রসর হয়নি। আইয়ার গেলেন বেঙ্গালুরুতে। 

ভেঙ্কটেশ আইয়ারের দাম অনেকটাই কমল। নিলামে এমনই হয়। কখনও বাড়বে, কখনও কমবে। এবার যেমন আইয়ারের দাম আগের থেকে অনেকটাই কমল। 

নিলামের আগে অবশ্য ভেঙ্কটেশ আইয়ারের ব্যাট কথা বলেছিল। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে পাঞ্জাবের বিরুদ্ধে ৪৩ বলে ৭০ রানের ইনিংস খেলেছিলেন। 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Royal Challengers Bengaluru (@royalchallengers.bengaluru)