আজকাল ওয়েবডেস্ক: কলকাতা নাইট রাইডার্সের প্রথম আইপিএল জয় মনে রয়েছে সবার। ফ্র্যাঞ্চাইজি মালিক শাহরুখ খান যেন সপ্তম স্বর্গে বিচরণ করছিলেন। ২০১২ সালে চেন্নাই সুপার কিংসকে মাটি ধরিয়ে চ্যাম্পিয়ন হয় নাইটরা।
দলের জয়ের পরে শাহরুখ খানকে দেখে ভীত হয়ে পড়েছিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম। সেই সময়ে তিনি কেকেআরের বোলিং কোচ ছিলেন। একটি ক্রীড়া বিষয়ক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে আক্রম বলেন, ''শাহরুখ খানের উদযাপন বেশ মনে আছে আমার। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম--শাহরুখ খান না আবার উপর থেকে ঝাঁপ মারে।''
প্রথম জয়ের অভিজ্ঞতা শেয়ার করে সুলতান অফ সুইং বলছেন, ''এসআরকে-কে চিনি, জানি। ও অত্যন্ত উত্তেজিত হয়ে গিয়েছিল। প্রচণ্ড খুশি হয়েছিল। সেটাই ছিল ওর প্রথম ট্রফি জয়। স্বপ্ন দেখছিল কীভাবে আমরা জিতব। শাহরুখ খান, জুহি চাওলা, মেহতাজি সবাই অত্যন্ত খুশি হয়েছিলেন। ওদের মন খুব বড়। আদর যত্নে রাখে দলকে।''
শাহরুখের সিংহ হৃদয়ের কথাও শেয়ার করেন আক্রম। পুরস্কার অর্থ সবার মধ্যে ভাগ করে দেওয়া হত। আক্রম বলেন, ''দুর্দান্ত এক সিদ্ধান্ত ছিল। প্রাইজ মানি সবার মধ্যে সমান ভাবে ভাগ করে দেওয়া হত। পরিসংখ্যান নিয়ে যে কাজ করত বা কিট বইত যে ছেলেটা, তারা যে অর্থ পেত, ক্যাপ্টেনও সেই একই অর্থ পেত।''
