আজকাল ওয়েবডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পাঞ্জাব জয়ের পরে বিরাট কোহলি ও প্রীতি জিন্টাকে  দীর্ঘক্ষণ কথাবার্তা বলতে দেখা যায়। দুই তারকার আলোচনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরে এক ভক্ত অনলাইনে প্রীতি জিন্টাকে প্রশ্ন করে বসেন, ''বিরাট কোহলি স্যরের সঙ্গে কী কথা হচ্ছিল?'' 

প্রীতি জবাব দেন, ''আমরা একে অপরকে আমাদের ছেলেবেলার ছবি দেখাচ্ছিলাম এবং তা নিয়ে আলোচনা করছিলাম। টাইম ফ্লাইজ। ১৮ বছর আগে বিরাটের সঙ্গে যখন আমার প্রথম সাক্ষাৎ হয়, সেই সময়ে ও ছিল একজন প্রাণবন্ত কিশোর, যার মধ্যে প্রতিভা ও উদ্দীপনা ছিল। আজও একই উদ্দীপনা রয়েছে। বিরাট এখন  একজন আইকন এবং খুব মিষ্টি ও স্নেহশীল বাবা।'' 

?ref_src=twsrc%5Etfw">April 28, 2025

 

চলতি আইপিএলে ১০ টি ম্যাচে কোহলি ৪৪৩ রান করেছেন। ছটি পঞ্চাশ রয়েছে তাঁর ঝুলিতে।