আজকাল ওয়েবডেস্ক: স্বপ্নের আইপিএল অভিষেক দেখার জন্য ঘুম থেকে উঠে বসে ছিলেন গুগলের সিইও সুন্দর পিচাই। ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশীর দুর্দান্ত অভিষেক দেখার পরে তাঁকে নিয়ে সবাই উচ্ছ্বসিত।
প্রথম বলেই লেগ সাইডে সরে ছক্কা হাঁকান সূর্যবংশী। সেই ছক্কার ভিডিও ক্লিপ মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। স্যাম বিলিংস সেই ভিডিওটি শেয়ার করেন। পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলছেন ইংল্যান্ডের এই তারকা। তিনি সেই ভিডিও শেযার করে লেখেন, ''১৪ বছর বয়সীর ব্যাট চালানো দেখে সেরা সময়ের যুবরাজ সিংয়ের কথা মনে পড়ে যাচ্ছে।''
১৪ বছরের সূর্যবংশী ভাঙেন তিন-তিনটি রেকর্ড। আইপিএলে সবচেয়ে কম ১৪ বছর ২৩ দিন বয়সে অভিষেক ঘটিয়ে রেকর্ডের পাতায় সূর্যবংশী। ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৬ বছর ১৫৭ দিনে নেমে নজির গড়েছিলেন প্রয়াস রয় বর্মণ। তাঁকে ছাপিয়ে গেলেন বৈভব।
আইপিএলে সবচেয়ে কম বয়সে ছক্কা মারার রেকর্ডের মালিকের নামও বৈভব সূর্যবংশী। এই রেকর্ডের মালিক এতদিন ছিল রিয়ান পরাগ। ১৭ বছর ১৬১ দিন বয়সে তিনি প্রথম ছক্কা হাঁকিয়েছিলেন। সবচেয়ে কম বয়সে চারের রেকর্ডও সূর্যবংশীর।
আইপিএল কেরিয়ারের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে রেকর্ড বইয়ের পাতায় সেই বৈভবই। অভিষেকেই সূর্যবংশী কিন্তু প্রচারের সব আলো শুষে নেন।
