আজকাল ওয়েবডেস্ক: খেতাব জিতিয়েও তাঁকে সরে যেতে হয়েছিল। শ্রেয়স আইয়ারকে যোগ্য সম্মান আর দিল কোথায় কলকাতা নাইট রাইডার্স।
শ্রেয়সের সঙ্গে কেকেআরের এহেন আচরণ মোটেও ভাল ভাবে নেননি দেশের কিংবদন্তি ওপেনার সুনীল গাভাসকর। তিনি কিংস পাঞ্জাবের বর্তমান অধিনায়কের পাশে দাঁড়িয়ে বলছেন, ''২০২৪ সালে কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল শ্রেয়সের নেতৃত্বে। আমার মনে হয় যথাযোগ্য কৃতিত্ব পায়নি শ্রেয়স। ওর ক্যাপ্টেন্সি রেকর্ড বেশ ভাল।''
শ্রেয়সের নেতৃত্বে কিংস পাঞ্জাব প্রথম দুটো ম্যাচই জিতে নিয়েছে। রিকি পন্টিং ও শ্রেয়স জুটি কি শেষ পর্যন্ত ফুল ফোটাতে পারবে? অর্শদীপ সিংয়ের মতো পাঞ্জাব তারকা আগেই জানিয়েছেন দলের পরিকল্পনার কথা।
মেগা নিলামের আগে শ্রেয়সকে ছেড়ে দেয় কেকেআর। নিলামেও তাঁর জন্য বিড করেনি কলকাতা। সেই অধ্যায় প্রসঙ্গে শ্রেয়স আইয়ার জানিয়েছিলেন, কেকেআরের সঙ্গে রিটেনশনের বিষয়ে স্পষ্ট যোগাযোগের অভাবেই তাঁর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। ব্যাটিং দক্ষতা ও নেতৃত্বের অভিজ্ঞতার কারণে তাঁকে ২৬.৭৫ কোটি টাকায় দলে নিয়েছে পাঞ্জাব। তাঁর পিছনে সেই আকাশছোঁয়া অর্থ খরচ করা যে সঠিক হয়েছে, তা প্রতিটি ম্যাচে বুঝিয়ে দিচ্ছেন শ্রেয়স আইয়ার।
