আজকাল ওয়েবডেস্ক: ম্যাডি হ্যামিলটনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন যশস্বী জয়সওয়াল? ভরা আইপিএলের মধ্যে যশস্বীর শেয়ার করা পোস্ট কিন্তু রীতিমতো আলোড়ন তৈরি করেছে। 
রাজস্থান রয়্যালস তারকা জয়সওয়াল যে ছবি পোস্ট করেছেন, সেই ছবিতে তারকা ক্রিকেটারের সঙ্গে দেখা যাচ্ছে ম্যাডি হ্যামিলটন ও তাঁর ভাই হেনরি হ্যামিলটনকে। ছবির ক্যাপশন হিসেবে লেখা, ''সময় হয়তো অতিবাহিত হয়, কিন্তু বন্ধন কখনও শিথিল হয় না। এই ধরনের মুহূর্তের কাছেই কৃতজ্ঞ থাকি।'' 

যশস্বী এহেন ছবি পোস্টের সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়। কমেন্ট বক্স ভরে যায়। জয়সওয়াল ও  ম্যাডি হ্যামিলটনের সম্পর্ক ঘিরে শুরু হয় জল্পনা। 

এই দু'জনের সম্পর্ক নিয়ে বেশ কয়েকবছর ধরেই চলছে গুঞ্জন। জয়সওয়ালের খেলা থাকলে স্টেডিয়ামে দেখা যায় ম্যাডি হ্যামিলটনকে। যশস্বীকে তিনি সমর্থন জোগান। যুক্তারাজ্যের ছাত্রী ম্যাডি। বছর তিনেক ধরে তাঁদের দু' জনের সম্পর্ক। 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Yashasvi Jaiswal (@yashasvijaiswal28)