আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে এমন পিচ তৈরি করা উচিত যাতে করে ব্যাটারদের পাশাপাশি বোলাররাও সমান সুযোগ পান। পিচ নিয়ে এবার মুখ খুললেন লখনউ সুপার জায়ান্টসের অলরাউন্ডার শার্দুল ঠাকুর। তাঁর মতে, ম্যাচের উত্তেজনা বজায় রাখতে হলে অতিরিক্ত ব্যাটিং সহায়ক উইকেট তৈরি না করে ব্যাট-বলের মধ্যে ভারসাম্য রাখা উচিত। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টসের শার্দুল বলেন, ‘বিসিসিআইয়ের উচিত একতরফা ম্যাচ থেকে বেরিয়ে এসে এমন পিচ তৈরি করা, যেখানে ব্যাটারদের পাশাপাশি বোলাররাও ন্যায্য সুযোগ পাবেন’।

 

 চলতি আইপিএলে ইতিমধ্যেই ছ’টি হাই-স্কোরিং ম্যাচ দেখা গিয়েছে। যেখানে বোলারদের খুব একটা সুবিধা করতে দেখা যায়নি। সঠিক লাইন ও লেন্থ মেনে বল করেও তারা পর্যাপ্ত সাহায্য পাচ্ছেন না পিচ থেকে। শার্দুল বলেন, ‘এটা শুধু আমার ইচ্ছে নয়, বরং সব বোলারদেরই চাওয়া। অনেকে হয়তো প্রকাশ্যে এসব নিয়ে কথা বলেন না, বা মিডিয়ার সামনে তাদের মতামত জানানোর সুযোগ পান না।

 

তবে একটাই অনুরোধ—পিচ যেন এমনভাবে প্রস্তুত করা হয়, যাতে খেলা ভারসাম্যপূর্ণ থাকে। ম্যাচ একতরফা হওয়া উচিত নয়, যেখানে ব্যাটাররা এসে শুধু মারতে থাকবেন, আর আমরা কিছুই করতে পারব না। আমাদেরও খেলার সুযোগ দরকার’। লখনউয়ের হয়ে হায়দরাবাদের বিরুদ্ধে বল করে চার উইকেট নিয়েছিলেন শার্দুল। পাঁচ উইকেটে ম্যাচ জিতেছিল এলএসজি। তারপরেই আইপিএলে ব্যাট ও বলের মধ্যে ভারসাম্য বজায় রাখা নিয়ে মুখ খুললেন তিনি।