আজকাল ওয়েবডেস্ক: মাঠের ভিতরে লোকেশ রাহুলের সঙ্গে তাঁর উত্তপ্ত বাক্যবিনিময় নিয়ে তীব্র আলোড়ন তৈরি হয়েছিল গতবারের আইপিএলে।
লোকেশ রাহুলের জার্সির রং বদলেছে। ঋষভ পন্থ এসেছেন লখনউ সুপার জায়ান্টসে।
Magnificent Malinga! ????????
— IndianPremierLeague (@IPL)
Athleticism on display from Eshan Malinga as he grabs a stunner to send back Rishabh Pant! ????#LSG 133/2 after 13 overs.
Updates ▶ https://t.co/GNnZh90u7T#TATAIPL | #LSGvSRH | @SunRisers pic.twitter.com/5rSouA8Kw0Tweet by @IPL
কিন্তু এতটুকুও বদলাননি এলএসজি-র কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। সানরাইজার্স হায়দরাবাদের কাছে সোমবার ১০ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ হেরেছে এলএসজি।
হেরে যাওয়া ম্যাচে সব নজর কেড়ে নিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা। এসহান মালিঙ্গার ইয়র্কারে ঠকে গিয়ে পন্থ আউট হওয়ার পরই রাগে গ্যালারি ছাড়েন সঞ্জীব গোয়েঙ্কা।
সেই ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এবারের মেগা নিলামে ২৭ কোটি টাকার বিনিময়ে পন্থকে দলে নেয় এলএসজি। কিন্তু চলতি আইপিএলে এখনও পর্যন্ত সফল হননি পন্থ। ১৩টি ম্যাচে তাঁর সংগ্রহ ১৩৫ রান। ম্যাচ হেরে যাওযায় এবারের টুর্নামেন্ট থেকে বিদায় নিল এলএসজি।
Sanjiv Goenka left the balcony out of anger after seeing 27 crores Rishabh Pant failing in back to back 12th game!! pic.twitter.com/MpOLClJ5rP
— Rajiv (@Rajiv1841)Tweet by @Rajiv1841
