আজকাল ওয়েবডেস্ক: ১৪ বছর আগের পোস্ট ম্যাচ ইন্টারভিউ দেখে নিজেই চমকে গেলেন বিরাট কোহলি।
২০১১ সালে আইপিএলে প্রথম বার ম্যাচের সেরা হয়েছিলেন কিং কোহলি। দিল্লি ডেয়ারডেভিলসের সঙ্গে সেই ম্যাচে ৩৮ বলে ৫৬ রান করেছিলেন তিনি। আটটি চার ও দুটো ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। কোহলির ওই ইনিংসের সুবাদে ১৬২ রানের টার্গেট সহজেই ছুঁয়ে ফেলে আরসিবি।
খেলার শেষে সাংবাদিক বৈঠকে তরুণ কোহলি বলেছিলেন, ''সত্যি কথা বলতে কী, এভাবে ব্যাট করার কোনও পরিকল্পনাই ছিল না আমার। কিন্তু বল যখন মারতে শুরু করি তখন ক্রিসের (গেইল) থেকে আমিই দায়িত্ব নিয়ে নিই। ও যাতে চাপ না নিয়ে খেলে, সেটাই ছিল পরিকল্পনা। আমি যেহেতু ভাল শট খেলছিলাম, তাই ওকে নিজের মতো খেলার সুযোগ করে দিই।''
জিও হটস্টারে '১৮ কলিং ১৮' অনুষ্ঠানে এগারো বছর আগের সেই পোস্ট ম্যাচ কনফারেন্স শোনার পরে কোহলি নিজেই বিশ্বাস করে উঠতে পারেননি। চমকে উঠে তিনি বলছেন, ''সত্যিই কি আমি এই কথাগুলো বলেছিলাম? ক্রিসকে ওর মতো খেলার সুযোগ করে দিয়েছিলাম! কী ভুলভাল বলেছিলাম!''
সোশ্যাল মিডিয়ায় আজকাল খেলোয়াড়দের মন্তব্য, তাঁদের ছবি, ভিডিও নিমেষে ছড়িয়ে পড়ে। সেগুলো নিয়ে রীতিমতো বিশ্লেষণ করা হয়। কোহলি নিজেও তা জানেন। সেই প্রসঙ্গে তিনি বলছেন, ''সোশ্যাল মিডিয়ার এই বাড়বাড়ন্তের সময়ে প্লেয়ারদের মন্তব্য খতিয়ে দেখা হয়। অনেক সময়েই সেই সব মন্তব্য বদলে দেওয়া হয়। ''
নাবালক থেকে সাবালক হয়ে উঠেছে আইপিএল। আঠেরো নম্বর জার্সিধারী কোহলির হাতেই কি উঠবে এবারের খেতাব? যদিও দিল্লি এখনও বহু দূর।
