আজকাল ওয়েবডেস্ক: যশপ্রীত বুমরা ফিরছেন আইপিএলে। সোমবার মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ। সেই ম্যাচে বিরাট কোহলি বনাম রোহিত শর্মার লড়াই দেখার পাশাপাশি অতিরিক্ত কৌতূহল বুম বুম বুমরাকে নিয়ে। তাঁকে কীভাবে আরসিবি ব্যাটাররা সামলান সেটাই দেখার। 

সেই যুদ্ধে নামার আগে আরসিবি তারকা টিম ডেভিড সতীর্থ বিরাট কোহলি ও ফিল্ সল্টের কাছে বড় আবদার করে বসলেন।  

আইপিএলে আরও এগোতে হলে সেরার বিরুদ্ধে শ্রেষ্ঠত্বের লড়াইটা জিততে হবে। আর তার জন্য টিম ডেভিড তাঁর সতীর্থ দুই ওপেনারের কাছে আবদার করেছেন, প্রথম বলেই যেন বুমরাকে চার বা ছক্কা মারা হয়। 

সাংবাদিক বৈঠকে ডেভিড বলছেন, ''বুমরা প্রথম ওভার করতে আসবে। প্রথম বলটাতেই চার বা ছক্কা মারার আবদার করছি আমাদের ওপেনারদের কাছে। টুর্নামেন্টে ফিরে আসার জন্য বুমরাকে শুভেচ্ছা জানাই।'' 

বুমরার প্রত্যাবর্তনে মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং বিভাগ যে শক্তিশালী হবে, তা বলাই বাহুল্য।