আজকাল ওয়েবডেস্ক: ১৭ বছর পরে চিপকে আরসিবি হারিয়েছে চেন্নাই সুপার কিংসকে। আরসিবি আরও একবার মাটি ধরাল সিএসকে-কে। এবার অবশ্য সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যার নিরিখে।
আইপিএল -এর সব দলগুলোর মধ্যে আরসিবি-র ফলোয়ারের সংখ্যা সবচেয়ে বেশি। চেন্নাই সামান্য পিছিয়ে তাদের থেকে। ইনস্টাগ্রামে আরসিবি-র ফলোয়ার সংখ্যা ১৭.৮ মিলিয়ন। চেন্নাইয়ের ফলোয়ার সংখ্যা ১৭.৭ মিলিয়ন।
আইপিএলের শুরুতে চেন্নাইকে মাটি ধরিয়েছে আরসিবি। সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যার নিরিখেও বেঙ্গালুরুর প্রাধান্যই দেখা গেল।
এবারের সংস্করণে শুরুটা ভাল করেছে আরসিবি। প্রথম দুটো ম্যাচ জিতেছে তারা। প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারানোর পরে চেন্নাই সুপার কিংসকেও মাটি ধরিয়েছে আরসিবি। অন্য দিকে চেন্নাই প্রথম ম্যাচে মুম্বইকে হারানোর পরে আরসিবি ও রাজস্থান রয়্যালসের কাছে হার মেনেছে।
আইপিএল এবার সাবালক হয়েছে। ১৮ বছরে পা দিয়েছে। বিরাট কোহলি ১৮ নম্বর জার্সি পরেন। সবাই মেলাচ্ছেন, ১৮ বছরে আইপিএল চ্যাম্পিয়ন হবে আরসিবি। দিল্লি অবশ্য বহু দূর। এখনও অনেক উত্থান পতন রয়েছে। অনেক ভাঙা গড়ার খেলা বাকি। তবে শুরুতেই আরসিবি-কে উজ্জ্বল দেখাচ্ছে। সকাল দেখে বোঝা যায় দিন কেমন যাবে। পুরোটা বোঝা না গেলেও ইঙ্গিত তো পাওয়া যায়ই।
