আজকাল ওয়েবডেস্ক: সর্বসমক্ষে তৃতীয় আম্পায়ারের সমালোচনা করলেন পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্টা। 

দিল্লি ক্যাপিটালসের কাছে হার মানার পরে আম্পায়ারিং নিয়ে সরব হন প্রীতি। কেন রেগে গেলেন পাঞ্জাবের মালকিন? পাঞ্জাবের ইনিংসের ১৫-ত ওভারের ঘটনা। মোহিত শর্মার ডেলিভারিতে ছক্কা হাঁকান শশাঙ্ক সিং। কিন্তু আম্পায়ার এক রান দেন। বাউন্ডারি লাইনে দাঁড়ানো করুণ নায়ার শশাঙ্কের মারা শট ক্যাচ ধরতে যান।

তাঁর পা বাউন্ডারি লাইন ছোঁয়। তিনি বলটা ধরে মাঠে পাঠিয়ে দেন। করুণ নায়ার ছক্কার ইশারা করেন। কিন্তু আম্পায়ার মনে করেন করুণ নায়ার ঠিক ভাবেই বলটা ধরেছিলেন। তাঁর পা বাউন্ডারি লাইন ছোঁয়নি। পাঞ্জাবকে পাঁচ রান দেননি আম্পায়ার। এতেই ক্ষুব্ধ হোন প্রীতি।

 

?ref_src=twsrc%5Etfw">May 24, 2025

সোশ্যাল মিডিয়ায় পাঞ্জাব মালকিন লেখেন, ''এই ধরনের বড় টুর্নামেন্টে তৃতীয় আম্পায়ার প্রযুক্তির ব্যবহার করতে পারেন। কিন্তু এই ধরনের ভুল মেনে নেওয়া যায় না। সোজা কথা এরকম ভুল হওয়াই উচিত নয়। খেলার শেষে আমি করুণের সঙ্গে কথা বলেছি। করুণও বলেছে, ওটা ছক্কা ছিল।'' 

পাঞ্জাব জিতলে শনিবার রাতেই পয়েন্ট তালিকায় এক নম্বরে পৌঁছে যেত পাঞ্জাব। কিন্তু ম্যাচ হেরে যাওয়ায় দুই নম্বরেই থেকে গেল প্রীতির দল।