আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের ইতিহাসে মন্থরতম ডেলিভারি কি করলেন মুম্বই ইন্ডিয়ান্সের নব্য খেলোয়াড় সত্যনারায়ণ রাজু? 

গুজরাট টাইটান্সের বিরুদ্ধে তাঁর ডেলিভারি মনে করিয়ে দিল প্রাক্তন ক্যারিবিয়ান তারকা ডোয়েন ব্রাভোকে। 

গুজরাটের ইনিংসের ১৩-তম ওভারের ঘটনা। সেই সময়ে ক্রিজে ছিলেন জস বাটলার। রাজু স্লোয়ার দেন। বাটলার আগেই বুঝতে পেরে যান। তিনি তা পাঠিয়ে দেন মাঠের বাইরে। 

স্পিড গান ওই ওভারের সবক'টি ডেলিভারির গতি মাপতে সক্ষম হয়েছে। কিন্তু ওই বলটার গতি মাপতে পারেনি। সত্যনারায়ণ রাজুর স্লোয়ার ডেলিভারি ক্রিকেটপাগলদের নিয়ে যায় ফেলে আসা দিনে। 

 

?ref_src=twsrc%5Etfw">March 29, 2025

এই ডেলিভারির সঙ্গে মিল খুঁজে পান ব্রাভোর ডেলিভারির। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় লেখালেখি। এক ভক্ত লিখেছেন, ''অবিশ্বাস্য ডেলিভারি করেছেন সত্যনারায়ণ রাজু। সম্ভবত সব থেকে মন্থর ডেলিভারি।''

আর এক ভক্ত নেটদুনিয়ায় লিখেছেন, ''মনে হচ্ছে সত্যনারায়ণ রাজু রজত ভাটিয়ার ফাস্ট বোলিং স্কুল থেকে গ্র্যাজুয়েট হয়েছেন।'' সিএসকে- বিরুদ্ধে ম্যাচ দিয়েই অভিষেক ঘটে রাজুর। এক ওভার বল করেন তিনি। ১৩ রান দেন তিনি। 

গুজরাটের বিরুদ্ধে নামার আগে রোহিত শর্মার সঙ্গে কথা বলতে দেখা যায় রাজুকে। প্রথম ওভারে রাজু দেন ১৩ রান। ডেথ ওভারে ফের তাঁর হাতে বল তুলে দেওয়া হয়। ১৯ রান দেন তিনি।