আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে দিল্লি বনাম চেন্নাই ম্যাচ। সেই খেলা দেখতে উপস্থিত মহেন্দ্র সিং ধোনির বাবা পান সিং ধোনি এবং মা দেবকী দেবী।
ধোনির মা-বাবাকে খেলা দেখতে দেখে সোশ্যাল মিডিয়া উত্তাল হল। তবে কি এই ম্যাচের পরেই ধোনি অবসর নিচ্ছেন?
ধোনির স্ত্রী সাক্ষী এবং মেয়ে জিভাকে প্রায়ই আইপিএলের ম্যাচে গ্যালারিতে দেখা যায়। কিন্তু ধোনির মা-বাবাকে বিশেষ দেখা যায় না। এদিন তাঁরা উপস্থিত মাঠে। আর এই দৃশ্য ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় ধোনি-অবসর জল্পনা নিয়ে শুরু হয়ে যায় চর্চা।
ধোনি কবে অবসর নেবেন, তা নিয়ে চলছে নিরন্তর চর্চা। তিনি ব্যাটিং অর্ডারে নীচের দিকে কেন নামছেন তা নিয়েও চলছে আলোচনা। এদিন সোশ্যাল মিডিয়ায় কেউ লিখলেন, ''চিপকে উপস্থিত ধোনির মা-বাবা।'' কেউ আবার লিখলেন, ''হ্যাপি রিটায়ারমেন্ট থালা।'' কেউ প্রশ্ন তুললেন, ''এটাই কি তবে শেষ ম্যাচ?''
ধোনি মানেই রহস্য। তিনি কবে অবসর নেবেন, তা কারওর পক্ষেই আগাম বলা সম্ভব নয়। এদিন চিপকে ধোনির মা-বাবাকে দেখে তারকার অবসর জল্পনা নতুন করে মাথা চাড়া দিয়ে ওঠে।
