আজকাল ওয়েবডেস্ক: দুনিয়ার সব বিপজ্জনক বোলারই তাঁকে ভয় করেন। কিন্তু তিনি মহেন্দ্র সিং ধোনি কাকে ভয় পান? পডকাস্টে এক সাক্ষাৎকারে ভুবনজয়ী অধিনায়ক স্বীকার করেছেন তিনি তাঁর বাবাকে ছেলেবেলায় খুব ভয় পেতেন।
ধোনিকে বলতে শোনা গিয়েছে, ''পাপা সে ডর বহুত লাগতা থা। বাবা খুব কড়া ছিলেন। নিয়মানুবর্তিতা, সময় মেনে চলতে হতো আমাদের। আমিও সেই কারণেই সময়, নিয়ম মেনে চলি।''
ধোনি স্মৃতিচারণ করে বলছেন, তাঁর বাবা কোনও সময়েই খারাপ কথা বলতেন না। কিন্তু তাঁর উপস্থিতি শেষ কথা ছিল। ধোনিকে বলতে শোনা গিয়েছে, ''আমার বন্ধুরা কলোনির দেওয়াল বেয়ে বেড়াত। আমিও উঠতাম। কিন্তু একবার বাবার চোখে ধরা পড়ে গেলে আর রক্ষে ছিল না। পরিণতি কী হবে, তা কারওরই জানা ছিল না। কিন্তু আমরা খুবই ভয় পেতাম।''
ধোনি ফিরে যাচ্ছেন তাঁর ছেলেবেলায়। ছুঁয়ে যাচ্ছেন সেই সময়কে। তখন মোবাইল ফোনের এই দৌরাত্ম্য ছিল না। জীবন ছিল সহজ। ধোনির কথায়, ''অনিশ্চয়তা ছিল না জীবনে। রুটিন একই ছিল, মোবাইল ফোন ছিল না, দেখনদারি ব্যাপার ছিল না। এর মধ্যে স্বাচ্ছন্দ্য ছিল।''
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংস ম্যাচ চলাকালীন চিপকে দেখা গিয়েছিল ধোনির বাবা পান সিং ধোনি এবং দেবকী দেবীকে। সেই ম্যাচে ধোনির মা-বাবাকে দেখার পরে অনেকেই ধরে নিয়েছিলেন, এটাই বুঝি ধোনির শেষ ম্যাচ আইপিএলে। দিল্লির কাছে হার মানে চেন্নাই। ক্রিকেট কেরিয়ারে চ্যালেঞ্জ প্রসঙ্গে ধোনিকে বলতে শোনা গিয়েছে, ''কোনও নাটক ছাড়া যদি ভারত ম্যাচ জেতে এবং আমাকে যদি ব্যাট করতে না হয়, তাহলেই আমি খুশি হব। আমি কেবল চাই ভারতের জয়। কে বেশি রান করল, কে বেশি উইকেট নিল, তা নিয়ে আমার কোনও মাথাব্যথা নেই।''
