আজকাল ওয়েবডেস্ক: ২৩.৭৫ কোটি টাকার বিনিময়ে কলকাতা নাইট রাইডার্স তাঁকে দলে নিয়েছে। দামের চাপ অনুভব করতে শুরু করে দিয়েছেন কেকেআরের সহ অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার। 

চাপ অনুভব করলেও ভেঙ্কটেশ আইয়ারের লক্ষ্য কিন্তু বদলাচ্ছে না। মাঠে নেমে পারফরম্যান্স করা এবং দলের হয়ে ঘাম ঝরানোর দিকেই নজর থাকে তাঁর। 

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ভেঙ্কটেশ আইয়ার ২৯ বলে ৬০ রানের ইনিংস খেলেন। সাতটি ভাউন্ডারি ও তিনটি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। 

এহেন ভেঙ্কটেশ আইয়ার বলছেন, ''সত্যি কথা বলতে কী, এই চাপের ব্যাপার আমি অস্বীকার করছি না। আমি বাস্তবের মাটিতে পা দিয়ে চলা ব্যক্তি। আমি জানি আমাকে নিয়ে চর্চা চলছে। তবে আমি ২৩ কোটি পাই বা ২০ লক্ষ দলকে জেতানোই আমার লক্ষ্য থাকে।'' 

চলতি মরশুমের শুরুটা ভাল হয়নি ভেঙ্কটেশ আইয়ারের। সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ দিয়ে রানে ফেরেন বাঁ হাতি ব্যাটার। আগামী ম্যাচগুলোয় ভেঙ্কটেশের ব্যাট কথা বলবে বলেই বিশ্বাস ভক্তদের।