আজকাল ওয়েবডেস্ক: কলকাতা নাইট রাইডার্সের গুরুত্বপূর্ণ সদস্য় কুইন্টন ডি কক। ২০২৫ সালের মেজর লিগ ক্রিকেটে মুম্বই ইন্ডিয়ান্স নিউ ইয়র্ক দলে নেওয়া হল দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ক্রিকেটার কুইন্টন ডি কককে।
ভাল দলগঠনের মধ্যে দিয়ে মুম্বই ইন্ডিয়ান্স নিউ ইয়র্ক এই বার্তা দিল যে তারা এবার চ্যাম্পিয়ন হতে বদ্ধপরিকর। কুইন্টন ডি কক ছাড়া আফগানিস্তানের অলরাউন্ডার আজমাতুল্লাহ ওমরজাইকেও নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স নিউ ইয়র্ক।
২০২৩ সালের মেজর লিগ ক্রিকেটে রূপকথার দৌড় ছিল মুম্বই ইন্ডিয়ান্স নিউ ইয়র্কের। ২০২৪ সালে কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হয়েছিল তারা। সেবারও তাদের দল সুসজ্জিত ছিল। কাইরন পোলার্ড, নিকোলাস পুরান, ট্রেন্ট বোল্ট, রশিদ খানের মতো তারকার উপস্থিতি থাকলেও দল কিন্তু সাফল্যের মুখ দেখেনি।
এবার ফ্র্যাঞ্চাইজি নতুন করে দল গড়ছে। চার বছর পরে ফের মুম্বই ইন্ডিয়ান্স পরিবারে ফিরছেন কুইন্টন ডি কক। দুবারের আইপিএল চ্যাম্পিয়ন অভিজ্ঞতার ভাণ্ডার নিয়ে যোগ দিচ্ছেন মুম্বই ইন্ডিয়ান্স নিউ ইয়র্ক দলে।
কুইন্টন ডি ককের সঙ্গে আজমাতুল্লা ওমরজাইও যোগ দিচ্ছেন মুম্বই ইন্ডিয়ান্স নিউ ইয়র্ক দলে। ওমরজাইয়ের সঙ্গে খেলবেন নবীন উল হকও।
