আজকাল ওয়েবডেস্ক: দিল্লি ও মুম্বই ম্যাচে লেগে গেল করুণ নায়ার ও যশপ্রীত বুমরার মধ্যে। রান নেওয়ার সময়ে দুই ক্রিকেটারের মধ্যে ধাক্কা লাগে। তা নিয়েই যত ঝামেলার সূত্রপাত।
করুণ নায়ার ৪০ বলে ৮৯ রান করেন। ১২টি বাউন্ডারি ও ৫টি ছক্কা হাঁকান তিনি। তবুও দিল্লি কিন্তু ম্যাচটা জিততে পারেনি। মুম্বইয়ের ২০৫ রানের জবাবে দিল্লি থেমে যায় ১৯৩ রানে।
বুমরার বোলিংয়ে রান নেওয়ার সময়ে নায়ারের সঙ্গে ধাক্কা লাগে তারকা পেসারের। ব্যাটসম্যান নায়ারের সঙ্গে ধাক্কায় মেজাজ হারান বুম বুম বুমরা। নিজের অবস্থান পরিষ্কার করার জন্য করুণ নায়ারকে কথা বলতে দেখা যায় মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াকে। করুণ নায়ারের পিঠ চাপড়ে দেন মুম্বই অধিনায়ক। এদিকে বুমরা এগিয়ে এসে কিছু একটা বলেন নায়ারকে। তিনিও জবাব দেন বুমরাকে। দুই ক্রিকেটারের মধ্যে কী কথাবার্তা হয়েছিল, তা জানা না গেলেও বোঝা যায় উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল। দূরে দাঁড়ানো রোহিত শর্মার অঙ্গভঙ্গি এদিকে ভাইরাল হয়ে যায়। হিটম্যান এমন করছিলেন, যা দেখে হাসবেন সবাই। দুই আম্পায়ারও এসে শান্ত করার চেষ্টা করেন ক্রিকেটারদের। পরিস্থিতি অবশেষে শান্ত হয়।
The average Delhi vs Mumbai debate in comments section ????
— Star Sports (@StarSportsIndia)
Don't miss @ImRo45 's reaction at the end ????
Watch the LIVE action ➡ https://t.co/QAuja88phU#IPLonJioStar ???? #DCvMI | LIVE NOW on Star Sports Network & JioHotstar! pic.twitter.com/FPt0XeYaqSTweet by @StarSportsIndia
