আজকাল ওয়েবডেস্ক: চেন্নাই সুপার কিংসের তীব্র সমালোচনায় ইরফান পাঠান। চতুর্থ হারের জন্য নয়, বরং পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তাদের হতশ্রী ফিল্ডিংয়ে বিরক্ত পাঠান। ম্যাচে পাঞ্জাবের কাছে ১৮ রানে হার মেনেছে চেন্নাই।
পাঞ্জাবের বিরুদ্ধে চেন্নাইয়ের বোলিং ভাল হয়নি। ফিল্ডিংয়ে একের পর এক ক্যাচ পড়ে। অতিরিক্ত ক্যাচ ফেলায় ম্যাচও ফস্কে যায়। চার-চারটি ক্যাচ ফেলেন সিএসকে-র তারকারা। ক্যাচগুলো ধরতে পারলে ম্যাচ তাদের দিকেও ঘুরতে পারত।
দুটো দলেরই তীব্র সমালোচনা করেন পাঠান। ভারতের প্রাক্তন ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় লেখেন, ''আজকের ম্যাচে ৮টা ক্যাচ পড়ল। লিজেন্ড লিগেও তো এত ক্যাচ পড়ে না।''
প্রথম ওবার থেকেই ক্যাচ ফেলতে থাকে চেন্নাই। প্রিয়াংশ আর্যর সহজ ক্যাচ ফেলেন খলিল আহমেদ। নিজের বলেই ক্যাচ ছাড়েন বাঁ হাতি পেসার। প্রিয়াংশ জীবন ফিরে পেয়ে সেঞ্চুরি করেন।
পঞ্চম ওভারে মার্কাস স্টোয়নিসের ক্যাচ ফেলেন বিজয় শংকর। অন্যদিকে প্রিয়াংশ আর্যর ক্যাচ পড়ে আরও দু'বার। একবার রবিচন্দ্রন অশ্বিন, আরেকবার মুকেশ চৌধুরী ক্যাচ ধরেও তাঁর পা বাউন্ডারি লাইন ছুঁয়ে ফেলে।
এখানেই শেষ নয়। রবীন্দ্র জাদেজার মতো বিশ্বস্ত ফিল্ডারও ক্যাচ ফেলেন। চেন্নাই ব্যাট করার সময়ে পাঞ্জাবও চারটি ক্যাচ ফেলে।
ক্যাচ ফেলা, খারাপ ফিল্ডিং দেখে স্থির থাকতে পারেননি পাঠান। দুটো দলেরই তীব্র সমালোচনা করেছেন।
