আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে এমন ঘটনা তাঁর সঙ্গে আগে কবে ঘটেছে! তিনি যে কোনও অধিনায়কের হাতের অস্ত্র। বিশেষজ্ঞরা বলেন, তাঁর মানসিকতা ফাস্ট বোলারের। তিনি রশিদ খান।
সেই রশিদ খানকে দিয়ে চার ওভার বল করালেন না গুজরাট টাইটান্স অধিনায়ক শুভমান গিল। কোটার চার ওভারের পরিবর্তে তিনি হাত ঘোরালেন মাত্র ২ ওভার। তাঁর অধিনায়ক শুভমান গিলও স্বীকার করে নিলেন এমন ঘটনা আগে কখনও ঘটেনি রশিদের সঙ্গে।
পাওয়ারপ্লেতে এক ওভার বোলিং করে আফগান স্পিনার দেন ৪ রান। পরে আরেক ওভারে ৬ রান। তার পরে আর তাঁর হাতে বল তুলে দেওয়া হয়নি।
আহমেদাবাদে গুজরাট টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে রশিদ খান করলেন ২ ওভার। দেন ১০ রান। তাঁর ঝুলিতে নেই একটি উইকেটও। শুভমান গিল বলেন, ''হয়তো প্রথমবার চার ওভার বল করল না রশিদ। আমি শেষের জন্য রেখে দিয়েছিলাম ওকে। কিন্তু পেসাররা ভাল বল করায় ওকে আর বল দিতে পারিনি। প্রসিদ্ধ দুর্দান্ত বল করেছে। আমি পেসারদের ব্যবহার করতে চেয়েছিলাম।''
কোটার চার ওভার করতে না পেরে বিরল এক অভিজ্ঞতা হল রশিদ খানের। শুভমান বলেছেন, প্রথমবার রশিদের এমন অভিজ্ঞতা হল। আসলে প্রথমবার নয়, ২০২৩ সালের আইপিএলেও ২ ওভার বল করেছিলেন রশিদ। দিল্লি ক্যাপিটালস ৮.৫ ওভারে ম্যাচ জিতে যাওয়ায় আফগান তারকা ২ ওভারের বেশি বল করতে পারেননি। ২০২৪ সালে বেঙ্গালুরুর বিরুদ্ধে ১.৪ ওভার হাত ঘোরান রশিদ। ১৩.৪ ওভারে আরসিবি ম্যাচ জিতে যাওয়ায় আর বল করা হয়নি রশিদের। এবার তো বলই দেওয়া হল না তাঁর হাতে।
